ধার (মধ্যপ্রদেশ), 18 জুলাই: মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নর্মদা নদীতে পড়ে গেল মহারাষ্ট্রের সরকারি বাস ৷ এই দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ৷ নদী থেকে উদ্ধার করা হয়েছে 15 জনকে (Bus falls into Narmada river)৷
ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি ৷ ধার জেলার খালঘাটের কাছে বাসটি পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারায় (Madhya Pradesh Bus Accident)৷ এরপর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি ৷ জানা গিয়েছে, বাসটিতে 40 জন যাত্রী ছিলেন (Passenger bus fell in Narmada river)৷
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি টুইটে লেখেন, "দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জেলা প্রশাসনের দল ৷ বাসটিকে তোলা হয়েছে ৷ খারগোন, ধার প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছি ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"