পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 2, 2023, 6:55 PM IST

ETV Bharat / bharat

Mussoorie Bus Accident: 150 ফুট খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মুসৌরিতে মৃত 2

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে রবিবার মৃত্যু হল 2 জনের ৷ দেরাদুন-মুসৌরি সড়কে থেকে এদিন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রী বোঝাই একটি বাস ৷ ঘটনায় আহত হয়েছেন 22 জন ৷

ETV Bharat
উত্তরাখণ্ডে খাদে পড়ল বাস

মুসৌরি, 2 এপ্রিল: উত্তরাখণ্ডের মুসৌরিতে খাদে বাস পড়ে মৃত্যু হল 2 জনের ৷ আহত হয়েছেন 22 জন ৷ আহতদের মধ্যে বাস ড্রাইভারও রয়েছেন ৷ রবিবার এই ঘটনাটি ঘটেছে দেরাদুন-মুসৌরি সড়কে ৷ পুলিশ জানিয়েছে, আইটিবিপির জওয়ানদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷

এই ঘটনা প্রসঙ্গে আইটিবিপি'র তরফে জানানো হয়েছে, যাত্রী বোঝাই ওই বাসটি প্রায় 150 ফুট গভীর খাদে পড়ে যায় ৷ উদ্ধার কাজে হাত লাগান আইটিবিপি'র জওয়ান, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী ও পুলিশকর্মীরা ৷ বাসটিতে ড্রাইভার-সহ মোট 28 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ৷ 26 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁদের মধ্যে 22 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ টুইটারে তিনি লিখেছেন, "এই বাস দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত ৷ মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন ৷ আহতদের যাতে সঠিক চিকিৎসা হয় তার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷" উত্তরাখণ্ড সরকারের তরফে আহত ও মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সরকারের তরফে, তাঁদের আর্থিক সাহায্যও করা হতে পারে ৷

উল্লেখ্য, গত বছর এরকমই এক পথ দুর্ঘটনায় পাউড়ি গারওয়াল জেলায় 32 জনের প্রাণ গিয়েছিল, আহত হয়েছিলেন 18 জন ৷ অন্যদিকে, রবিবারই উধম সিং জেলায় অন্য আরেকটি পথ দুর্ঘটনায় 1 জন মারা গিয়েছেন ৷ ঘটনায় 11 জন গুরুতর জখম হয়েছেন ৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন:'ক্ষমতায় এলে হিংসায় যুক্তদের উলটো ঝুলিয়ে দেব', অশান্ত বিহারে 'শাহি' হুংকার

ABOUT THE AUTHOR

...view details