গৌরীকুণ্ড, 6 অগস্ট:প্রবল বৃষ্টির জেরেবৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের ভূমিধসে এখনও নিখোঁজ কমপক্ষে 20 জন ৷ মৃত্যু হয়েছে তিন জনের ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, 3 অগস্ট মধ্যরাতে কেদারনাথ যাত্রাপথে গৌরীকুণ্ডের দাতপুলিয়ার কাছে ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের এখনও খোঁজ চলছে ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ছাড়াও রয়েছে এনডিআরএফ, ডিডিআরএফ, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ, জেলা পুলিশ, জল পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ৷
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সংবাদসংস্থা এএনআইকে রবিবার বলেন, "গৌরীকুণ্ডের ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে এবং 20 জন এখনও নিখোঁজ রয়েছেন ৷ নিখোঁজদের মধ্যে অধিকাংশই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার জানিয়েছেন, জোশীমঠের পর এবার রাস্তা এবং সড়কে ফাটল ধরায় আতঙ্ক ছড়িয়েছে দেরাদুনে। সেখানকার কালসি ব্লকের খামরোলি এবং আশপাশের এলাকায় অধিকাংশ বাড়িতে ফাটল দেখা দিয়েছে।ধসে গিয়েছে একাধিক বাড়ি।
আরও পড়ুন:কেদারনাথের গৌরীকুণ্ডে ধস নেমে ধ্বংস দু'টি দোকান, নিখোঁজ বহু মানুষ