লখনউ, 24 জানুয়ারি: উত্তরপ্রদেশের লখনউয়ের ওয়াজির হাসানগঞ্জ রোডে একটি বহুতল আবাসন ভেঙে মৃত্য হয়েছে কমপক্ষে 3 জনের ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে ৷ ধ্বংসাবশেষের তলায় আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে (Lucknow building collapsed)৷ সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷
উল্লেখ্য, এদিন দুপুরেই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের বেশকিছু অংশে ৷ এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে ৷ এই কম্পনের কয়েক ঘণ্টা পরেই ভেঙে পড়ে এই বহুতলটি ৷ তবে কম্পনের জেরেই এদিন লখনউয়ের এই বহুতল ভেঙে পড়ল কি না, সেই বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷