চামোলি, 19 জুলাই: ট্রান্সফর্মার ফেটে 16 জনের মৃত্যু ৷ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলোকানন্দা নদীর পাড়ে ৷ ট্রান্সফর্মার ফেটে যাওয়ার জেরে যে বিস্ফোরণ হয়েছে, তাতে অনেকেই আহত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ৷ চামোলির পুলিশ সুপার প্রেমেন্দ্র ডোভাল জানিয়েছেন, জেলা হাসপাতালে আহতদের ভরতি করা হয়েছে ৷
অলকানন্দা নদীর তীরে নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলছে ৷ সেখানে নর্দমা শোধনাগার তৈরি হচ্ছে ৷ ওই শোধনাগারেই ট্রান্সফর্মার ফেটে যায় ৷ সেখানে যে শ্রমিকরা কাজ করছিলেন, তাঁদের অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ ঘটনাস্থলেই অন্তত 16 জনের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক ৷ ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল রয়েছে ।
ইটিভি ভারতকে চামোলি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ধন সিং রাওয়াত জানান, 15 জনের মৃত্যু হয়েছে । উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে । তাঁরাও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন । একই সঙ্গে, গাড়ওয়ালের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন যে তিনিও ঘটনার বিষয়ে আরও তথ্য নিচ্ছেন ।