পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Delhi Fire : পশ্চিম দিল্লির বহুতলে বিধ্বংসী আগুনে মৃত 26 - SEVERAL DIED A DEADLY FIRE IN NEW DELHI

বিশাল অগ্নিকাণ্ডে মৃত 26 জন ৷ আহত হয়েছেন অনেক জন (New Delhi Fire) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ৷ বহুতল থেকে উদ্ধার হয়েছে প্রায় 60-70 জন ৷

New Delhi Fire
বহুতলে বিধ্বংসী আগুনে

By

Published : May 13, 2022, 11:03 PM IST

নয়াদিল্লি, 13 মে : একটি তিন তলা বাণিজ্যিক ভবনে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল চাঞ্চল্য় ছড়াল (New Delhi Fire)৷ ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে 26 জন ৷ আহত হয়েছেন অনেক ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

পুলিশ সূত্রে খবর, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে 544 নম্বর পিলারের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে ৷ ওই বহুতল থেকে প্রায় 60-70 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তবে কিছু লোক এখনও ভিতরে আটকে রয়েছে ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে অনেক মানুষ বহুতল থেকে ঝাঁপ দেন । তাঁদের মধ্যে প্রায় ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন :Tibet Airlines Plane Fire : চিনে রানওয়েতে পিছলে গেল বিমানে, দাউ দাউ করে জ্বলল আগুন

দমকল বিভাগের আধিকারিকদের মতে, এদিন বিকেল 4.40 টের দিকে আগুনের খবরটি পাওয়া যায় ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 24টি দমকলের ইঞ্জিন ৷ এ বিষয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ সমীর শর্মা বলেন, "এটি একটি দুঃখজনক ঘটনা ৷ 14 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ 12 জন আহত হয়েছেন ৷" তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ মৃতের সংখ্য়া বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details