নয়াদিল্লি, 13 মে : একটি তিন তলা বাণিজ্যিক ভবনে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল চাঞ্চল্য় ছড়াল (New Delhi Fire)৷ ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে 26 জন ৷ আহত হয়েছেন অনেক ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
পুলিশ সূত্রে খবর, মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে 544 নম্বর পিলারের কাছে একটি বিল্ডিংয়ে আগুন লাগে ৷ ওই বহুতল থেকে প্রায় 60-70 জনকে উদ্ধার করা হয়েছে ৷ তবে কিছু লোক এখনও ভিতরে আটকে রয়েছে ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে অনেক মানুষ বহুতল থেকে ঝাঁপ দেন । তাঁদের মধ্যে প্রায় ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।