পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stampede at Vaishno Devi Shrine : বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 12, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নতুন বছরের প্রথম দিনে দুর্ঘটনা মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ৷ মারা গিয়েছেন অন্ততপক্ষে 12 জন ৷ আহত অনেকে ৷ ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Stampede at Vaishno Devi Shrine) ৷

Stampede in Vaishno Devi Bhawan
পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল মাতা বৈষ্ণো দেবী ভবন

By

Published : Jan 1, 2022, 6:35 AM IST

Updated : Jan 1, 2022, 9:14 AM IST

কাতরা, 1 জানুয়ারি : বছরের প্রথম দিনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল মাতা বৈষ্ণো দেবী মন্দিরে ৷ কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 13 (Stampede at Mata Vaishno Devi Shrine) ৷ এই ঘটনার পর কয়েক ঘণ্টা কেটেছে ৷ ফের শুরু হয়েছে মাতা বৈষ্ণো দেবী মন্দিরে প্রবেশের রেজিস্ট্রেশন ৷

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং (J&K DGP Dilbagh Singh) জানিয়েছেন, 12 জন মারা গিয়েছেন ৷ 13 জন আহত হয়েছেন ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে প্রায় রাত 2.45 মিনিট নাগাদ ৷ উপস্থিত ভক্তদের মধ্যে তর্কাতর্কি বাধে, আর সেই সময় একে অপরকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ায় পদপিষ্টের ঘটনা হয়েছে বলে অনুমান ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷

কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের (Community Health Centre) ব্লক স্বাস্থ্য আধিকারিক (Block Medical Officer) ডাঃ গোপাল দত্ত (Dr Gopal Dutt) জানিয়েছেন, কাতরার বৈষ্ণো দেবী মন্দিরে 12 জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ মৃতেরা দিল্লি, হরিয়ানা, পঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৷ আহতদের নারায়ণ হাসপাতালে (Narayana Hospital Katra) নিয়ে যাওয়া হয়েছে ৷ বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই (MoS Home Nityanand Rai) ৷

আরও পড়ুন : উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পদপিষ্ট একাধিক ভক্ত

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক ৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

টুই করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ তিনি জানিয়েছেন, "মাতা বৈষ্ণো দেবী ভবনে ভক্তদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷ শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) ৷ তিনি লিখেছেন, "মাতা বৈষ্ণো দেবী মন্দিরের দুর্ঘটনা অত্যন্ত ব্যথিত হয়েছি ৷ এই বিষয়ে আমি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহার সঙ্গে কথা বলেছি ৷ জখমদের চিকিৎসায় প্রশাসন সব সময় কাজ করে চলেছে ৷ এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷" কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) জানিয়েছেন, তিনি কাতরার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ প্রধানমন্ত্রী পুরো বিষয়টির উপর নজর রাখছেন ৷ তিনি আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : Uttarakhand Accident: উত্তরাখণ্ডে খাদে গাড়ি পড়ে মৃত বেড়ে 13, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

ইতিমধ্যে মৃত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করে আরেকটি টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, "বৈষ্ণো দেবী মন্দিরে মৃৃত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আহতদের জন্য 50 হাজার টাকা ৷"

নতুন বছরে পুজো দিতে ত্রিকুটা পাহাড়ের (Trikuta hills) উপর বৈষ্ণো দেবী মন্দিরের গর্ভগৃহের বাইরে বহু মানুষ ভিড় করেন ৷ সেই সময় উচ্চ-আধিকারিক আর মন্দিরের বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৷ কিন্তু উপচে পড়া মানুষের ধাক্কায় এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বলে মনে করছেন আধিকারিকেরা ৷

ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (J&K LG Manoj Sinha) ৷ তিনি জানিয়েছেন, প্রত্যেক মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর আহতদের দেওয়া হবে 2 লক্ষ টাকা করে ৷

Last Updated : Jan 1, 2022, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details