পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cloudburst : কাশ্মীর ও হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, মৃ্ত 16 - Cloudbursts hit Himachal pradesh

আজ সকালে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এখনও অনেকে নিখোঁজ ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান ৷

Cloudburst
Cloudburst

By

Published : Jul 28, 2021, 5:06 PM IST

জম্মু ও সিমলা, 28 জুলাই : মেঘভাঙা বৃষ্টি প্রাণ কাড়ল 16 জনের ৷ আজ সকালে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং লাদাখে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়ি, চাষের ক্ষেত ৷ বিঘ্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা ৷

আজ ভোর সাড়ে চারটে নাগাদ কিশতোয়ারের হনজোর নামক এক প্রত্যন্ত গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে ৷ ঘটনায় 7 জনের মৃত্যু এবং 17 জন আহত হন ৷ অন্যদিকে হিমাচল প্রদেশের লাহল-স্পিতি গ্রামে মেঘ ফাটা হড়পা বানে নয়জনের মৃত্যু হয়েছে ৷ দুজন আহত এবং সাতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন ৷ পাশাপাশি লাদাখের দুটি জায়গায় মেঘ ফাটার ঘটনা ঘটেছে ৷ কার্গিলে মিনি পাওয়ার প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এক ডজন বাড়ি এবং চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় সাংগ্রা এবং খাংরালে একই ঘটনা ঘটেছে ৷ তবে মৃত্যু হয়নি ৷

কিশতোয়ারে নদীর পাশে 19টি বাড়ি, 21টি গোয়ালঘর এবং একটি রেশন ডিপো ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ নিখোঁজ 14 জনের খোঁজ চালাচ্ছে সেনা, পুলিশ এবং এসডিআরএফ বাহিনী ৷ হিমাচলের কুলু জেলায় দিল্লির এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ হাইড্রো প্রজেক্টের এক কর্তা জানিয়েছেন, এক মহিলা ও তার ছেলে ভেসে গিয়েছে ৷ তাদের এখনও খোঁজ পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : Road Accident : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 18 জন

কিশতোয়ারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং পুলিশের ডিজি দিলবাগ সিংয়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details