পালামৌ (ঝাড়খণ্ড), 29 অগস্ট: ঝাড়খণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে 12 জনকে চাপা দিয়ে দিল গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের ৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পালামৌর চানপুর থানা এলাকার বড়য়ানে ৷ মৃত তিনজনই গ্রামবাসী বলে জানা গিয়েছে । পাশাপাশি এই ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন । জখম ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক ৷ এই ঘটনায় পর গ্রামবাসীদের মধ্যে শোরগোল পড়ে যায় । মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি টুইটারে লেখেন, "পালামুর চানপুর এলাকায় বড়য়ানের কাছে দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনজনের মৃত্যু ও অন্যান্য আহতদের খবর দুঃখজনক । মৃতদের আত্মার শান্তি কামনা করি ৷ ভগবান মৃতদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিক । জেলা প্রশাসন আহতদের চিকিৎসা করাচ্ছে । দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । পুলিশকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ।"
জানা গিয়েছে, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল গতকাল ৷ সেই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্রামবাসীরা রাস্তার ধারে একসঙ্গে দাঁড়িয়েছিলেন । সেসময় ডাল্টনগঞ্জ গাড়োয়া সড়কে একটি দ্রুতগামী গাড়ি এসে 12 জনকে পিষে দেয় । এতে ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয় । নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা । একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 6 জন । দুর্ঘটনার পর ঘাতক গাড়িতে থাকা লোকজন পালিয়ে গিয়েছে । এই ঘটনায় নিহত উদল চৌরাসিয়া, রোহিত চৌরাসিয়া সম্পর্কে কাকা-ভাইপো বলেই খবর । মধু মেহতা নামে মৃত মহিলা বড়য়ানের বাসিন্দা । পালামৌর এসপি রিশমা রমেশান বলেন, "ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে ৷ গাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হবে ।"