পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mishap in Indore Temple: রামনবমীর পুজো চলাকালীন ধসে গেল ছাদ ! ইন্দোরের মন্দিরে মৃত কমপক্ষে 13 - ইন্দোরের খবর

রামনবমীর (Ram Navami 2023) পুজো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ৷ ইন্দোরের মন্দিরে ছাদ ধসে প্রাণ গেল অন্তত 13 জনের ৷ শোকপ্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রীও ৷

several devotees lost lives due to a Mishap in Indore Temple during Ram Navami 2023 Puja
ভয়াবহ দুর্ঘটনা

By

Published : Mar 30, 2023, 4:39 PM IST

Updated : Mar 30, 2023, 5:51 PM IST

রামনবমীর পুজো চলাকালীন ইন্দোরের মন্দিরে ধসে গেল ছাদ

ইন্দোর, 30 মার্চ:রামনবমীর (Ram Navami 2023) পুজো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরে (Mishap in Indore Temple) ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই ওই মন্দিরের ছাদের একটি অংশ ধসে পড়ে ৷ যার নীচে বহু পুণ্যার্থী চাপা পড়ে যান ৷ সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হল, মন্দির চত্বরেই একটি উঠোন রয়েছে ৷ সেখানে একটি পাতকুয়ো আছে ৷ দুর্ঘটনার জেরে সেই পাতকুয়োয় বহু মানুষ (25 থেকে 30 জন) পড়ে যান ৷ তাঁদের মধ্যে এখনও পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্য়ে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ ৷ দুর্ঘটনার পর ওই পাতকুয়ো থেকে বহু পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে বেশকিছু মহিলাও রয়েছেন ৷ এখনও বেশ কয়েকজন পুণ্য়ার্থী পাতকুয়োর ভিতরেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লিখেছেন, "ইন্দোরের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনজীর সঙ্গে আমি কথা বলেছি এবং ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি ৷ রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে ৷ ঘটনায় আক্রান্ত এবং তাঁদের সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি ৷"

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বনও ৷ যদিও তাঁর দাবি ছিল, তখনও পর্যন্ত তাঁর কাছে অন্তত এই দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পৌঁছয়নি ৷ মুখ্যমন্ত্রী জানান, মন্দিরের পাতকুয়ো থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে ৷ ভিতরে তখনও পর্যন্ত আরও ন'জন আটকে ছিলেন বলে জানতে পারেন তিনি ৷ কিন্তু, তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ জানান, বাকি আক্রান্তদের উদ্ধার করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ যদিও পরবর্তীতে এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর সামনে আসে ৷

আরও পড়ুন:বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

এদিকে, এই ঘটনার খবর পেয়েই মন্দিরে পৌঁছে যায় স্থানীয় তিনটি থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ৷ উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ শেষ পাওয়া খবর অনুসারে, দুর্ঘটনাগ্রস্ত মন্দিরে এখনও উদ্ধারকাজ চলছে ৷

Last Updated : Mar 30, 2023, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details