পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Thanjavur Electrocution Incident : কালিমেদু আপ্পা মন্দিরের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কমপক্ষে 11 - Thanjavur Electrocution Incident

কালিমেদু আপ্পা মন্দিরে উৎসব শেষে রথ ফিরছিল মন্দিরে ৷ আজ ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয় ৷ তাতেই মারা গিয়েছেন অন্ততপক্ষে 11 জন (Kalimedu Electrocution Incident) ৷

Devotees died of electrocution in Kalimedu
কালিমেদু আপ্পা মন্দিরের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট

By

Published : Apr 27, 2022, 8:21 AM IST

Updated : Apr 27, 2022, 9:54 AM IST

থাঞ্জাভুর, 27 এপ্রিল : রথযাত্রা উৎসবে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 জন, যাঁদের মধ্যে 2 জন বাচ্চা ৷ বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কারিমেদু আপ্পার মন্দিরে ৷ রথ নিয়ে যাওয়ার সময় হাইটেনশন লাইনের সঙ্গে ধাক্কা লাগে ৷ আর তাতেই মারা গিয়েছেন 10 জন ভক্ত ৷ আহত 15 জনকে সংকটজনক অবস্থায় থাঞ্জাভুর মেডিক্যাল কলেজে (Thanjavur Medical College) ভর্তি করা হয়েছে (Several devotees died of electrocution during Kalimedu Appar Temple chariot procession in Thanjavur Tamil Nadu) ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

উৎসব শেষে রথটি মন্দিরে ফিরে আসছিল ৷ সেই সময়ই এই দুর্ঘটনা ৷ রথটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রথটি হাইটেনশন তারের সংস্পর্শে এসেছিল ৷ তাতে 11 জন প্রাণ হারিয়েছেন এবং 15 জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন ৷ এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে, জানিয়েছেন তিরুচিরাপল্লির সেন্ট্রাল জোনের আইজি ভি বালাকৃষ্ণণ (V Balakrishnan, Inspector General of Police, Central Zone, Tiruchirappalli) ৷

আরও পড়ুন : MP mine collapse : মধ্যপ্রদেশে খনিতে ধস, মৃত্যু 2 মহিলার

প্রধানমন্ত্রী মোদি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ৷ টুইটারে তিনি লিখেছেন, "তামিলনাড়ুর থাঞ্জাভুরে দুর্ঘটনায় মৃতদের প্রতিটি পরিবারকে পিএমএনআরএফ থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷"

Last Updated : Apr 27, 2022, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details