চাপড়া, 14 ডিসেম্বর: প্রাথমিকভাবে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিহারে বিষ মদে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 20 (Death toll rises to 20 in Bihar hooch tragedy) ৷ আশঙ্কাজনক আরও অনেকে ৷ নীতিশ কুমারের রাজ্যে এমনিতে মদ নিষিদ্ধ ৷ কিন্তু চোখে ধুলো দিয়ে বিহারে লাগাতার বিষ মদ-কাণ্ডে ঘুম উড়ছে প্রশাসনের ৷ সারান জেলার ইসুয়াপুর থানা (Isuapur Police Station) এলাকার চাপড়ার ঘটনায় যদিও স্থানীয়রা জানাচ্ছেন, বিষাক্ত মদ নয়, মহুয়া খেয়ে মৃত্যু হয়েছে সকলের (Suspicious Death of Many People in Chapra) ৷
যদিও পুলিশ জানাচ্ছে, বিষ মদেরই বলি হয়েছেন সকলে ৷ যদিও মৃত্যুর আসল কারণ সামনে আসবে ময়নাতদন্তের পরই ৷ তাই, আপাতত বিষ মদ খেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে না প্রশাসন। ইসুয়াপুর বিষ মদ-কাণ্ডে মৃতরা হলেন- কুণাল কুমার সিং, মুকেশ শর্মা, গণেশ রাম, রামজি সাহ, বিচেন্দ্র রাই, মনোজ সিং, অমিত রঞ্জন ৷ বাকিদের পরিচয় এখনও সামনে আসেনি ৷