পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hooch Death Tragedy: বিষমদ খেয়ে বিহারে প্রাণ গেল কমপক্ষে 20 জনের - Hooch Death Tragedy

বিষমদ খেয়ে বিহারে মৃত কমপক্ষে 20 ৷ ঘটনাটি ঘটেছে সারান জেলার ইসুয়াপুর থানা এলাকার চাপড়ায় (Death toll rises to 20 in Bihar hooch tragedy) ৷

Hooch Death
বিষমদ খেয়ে মৃত 5

By

Published : Dec 14, 2022, 1:46 PM IST

Updated : Dec 14, 2022, 4:15 PM IST

চাপড়া, 14 ডিসেম্বর: প্রাথমিকভাবে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিহারে বিষ মদে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 20 (Death toll rises to 20 in Bihar hooch tragedy) ৷ আশঙ্কাজনক আরও অনেকে ৷ নীতিশ কুমারের রাজ্যে এমনিতে মদ নিষিদ্ধ ৷ কিন্তু চোখে ধুলো দিয়ে বিহারে লাগাতার বিষ মদ-কাণ্ডে ঘুম উড়ছে প্রশাসনের ৷ সারান জেলার ইসুয়াপুর থানা (Isuapur Police Station) এলাকার চাপড়ার ঘটনায় যদিও স্থানীয়রা জানাচ্ছেন, বিষাক্ত মদ নয়, মহুয়া খেয়ে মৃত্যু হয়েছে সকলের (Suspicious Death of Many People in Chapra) ৷

যদিও পুলিশ জানাচ্ছে, বিষ মদেরই বলি হয়েছেন সকলে ৷ যদিও মৃত্যুর আসল কারণ সামনে আসবে ময়নাতদন্তের পরই ৷ তাই, আপাতত বিষ মদ খেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে না প্রশাসন। ইসুয়াপুর বিষ মদ-কাণ্ডে মৃতরা হলেন- কুণাল কুমার সিং, মুকেশ শর্মা, গণেশ রাম, রামজি সাহ, বিচেন্দ্র রাই, মনোজ সিং, অমিত রঞ্জন ৷ বাকিদের পরিচয় এখনও সামনে আসেনি ৷

এই ঘটনার পর জেলা প্রশাসন স্তরে শুরু হয়েছে চাপানউতোপর। বিষাক্ত মদ খেয়েই যে সকলের মৃত্যু হয়েছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরাও। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে।

আরও পড়ুন:হাওড়ায় বিষমদে মৃত্যু 10 ব্যক্তির ! পুলিশকে না জানিয়ে দেহ সৎকারের অভিযোগ

Last Updated : Dec 14, 2022, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details