পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pakur Road Accident : ঝাড়খণ্ডের পাকুড়ে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত অন্তত 16 - দুর্ঘটনায় মৃত্যু

ঝাড়খণ্ডের পাকুড়ে সড়ক দুর্ঘটনা (Pakur Road Accident) ৷ তাতে কমপক্ষে 16 জনের (Pakur Road Accident Death) মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও কয়েকজন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের ৷

several dead and injured in pakur road accident
Pakur Road Accident : ঝাড়খণ্ডের পাকুড়ে বাসের পিছনে ট্রাকের ধাক্কা, মৃত অন্তত আট

By

Published : Jan 5, 2022, 1:03 PM IST

Updated : Jan 5, 2022, 2:29 PM IST

পাকুড় (ঝাড়খণ্ড), 5 জানুয়ারি : ঝাড়খণ্ডের পাকুড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Pakur Road Accident) ৷ প্রাণ গেল কমপক্ষে 16 জনের (Pakur Road Accident Death) ৷ যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন ৷ সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে কমরডিহা গ্রাম সংলগ্ন সাহিবগঞ্জ-গোবিন্দপুর হাইওয়েতে ৷ বাসের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক ৷ দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের পিছনের এবং ট্রাকের সামনের বেশ খানিকটা অংশ একেবারে দুমড় মুচড়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের ৷ গুরুতর জখম হন আরও অন্তত 13 জন ৷ পরে এঁদের মধ্যেই আরও 10 জন মারা যান ৷

আরও পড়ুন :Road Accident : ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের চারজনের মৃত্যু

প্রাথমিকভাবে যে তথ্য হাতে এসেছে, সেই অনুসারে, দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক, দু’টিই বরহরবা থেকে দুমকার দিকে যাচ্ছিল ৷ ট্রাকটিতে রান্নার গ্যাসের সিলিন্ডার বোঝাই করা ছিল ৷ মনে করা হচ্ছে, কুয়াশা এবং বেলাগাম গতিই এই দুর্ঘটনার কারণ ৷ খুব সম্ভববত, ট্রাকচালক সামনে থাকা বাসটিকে সময় থাকতে দেখতে পাননি ৷ ফলে ট্রাক চলছিল জোর গতিতে ৷ কিন্তু, যতক্ষণে বাসটিকে ট্রাকচালক দেখেন, তখন আর কিছু করার ছিল না ৷

আরও পড়ুন :Migrant Labour Death in Accident : ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের 4 পরিযায়ী শ্রমিক

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আমড়াপাড়া থানার পুলিশ ৷ তারাই আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় ৷ মৃতদের দেহও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

Last Updated : Jan 5, 2022, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details