পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Hathras: হাথরাসে পথ দুর্ঘটনায় মৃত 4, আহত কমপক্ষে 12 - উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা

মিনি ট্রাকে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে ফিরছিলেন সবাই ৷ ট্রাকের সঙ্গে ট্র্যাক্টরের মুখোমুখি ধাক্কা লাগে ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 জন (UP Hathras Road Accident) ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের ৷

Road Accident
উত্তরপ্রদেশে পথদুর্ঘটনা

By

Published : Feb 22, 2023, 9:45 AM IST

হাথরাস, 22 ফেব্রুয়ারি: জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে এবং 12 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর ৷ মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাথরাসে 93 নম্বর জাতীয় সড়কে ৷ পুলিশ জানিয়েছে, একটি মিনি-ট্রাকের সঙ্গে ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই প্রাণ হারান 4 জন। আহতদের মধ্যে কযেকজনের অবস্থা গুরুতর।

আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি হয়েছে হাথরাস গেটের কাছে রুহেরি গ্রামে ৷ 12 জন জখম ব্যক্তির মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদের আলিগড়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ বাকিদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 18 জন লোক একটি মিনি ট্রাকে করে যাচ্ছিলেন ৷ তাঁরা আগরার খানদৌলিতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে গ্রামে ফিরছিলেন ৷ সেমসয়ই দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ঘন কুয়াশার জের, দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির ধাক্কায় আহত অনেকে

জেলার ডিএম এবং এসপি-সহ অন্য পুলিশ প্রশাসনিক আধিকারিকরা হাসপাতালে জখম ব্যক্তিদের দেখতে যান ৷ চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কি না তা দেখেন পাশাপাশি তাঁদের সঙ্গে কথাও বলেন ৷ চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷

এর আগে উত্তরপ্রদেশেই 16 তারিখ রাতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 5 জনের ৷ তাঁরাও বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বান্দা জেলায় তিন্দওয়ারি থানা এলাকার পাপ্রেন্ডা রোডে ৷ দুর্ভাগ্যবশত, একই বিয়ে বাড়ির দু'টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ গাড়ি দু'টি অনুষ্ঠান থেকে ফিরছিল ৷

আরও আগে গত 10 ফেব্রুয়ারিও ভয়াবহ পথ দুর্ঘটনা হয় ছত্তিশগড়ে ৷ সেখানে কাংকের নামক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ সেটি অটোকে ধাক্কা মারে ৷ এতে প্রাণ হারায় 5 স্কুল পড়ুয়া ৷ 4 জন আহত হয়েছিল ৷ সবাই স্থানীয় একটি স্কুলের ছাত্র ৷ 9 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় কাংকেরে কোরের এলাকা থেকে অটোটি ফিরছিল ৷ দু'জন ছাত্র ঘটনাস্থলেই মারা যান ৷ বাকি 3 জনকে হাসাপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন অটোচালক ৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ট্রাক্টর, নিহত 3 ও আশঙ্কাজনক 12

ABOUT THE AUTHOR

...view details