পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Aravalli Accident: গুজরাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 6 - আরাবল্লীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 6

পথ দুর্ঘটনায় মৃত 6 ৷ আহত আরও 6 জন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে আরাবল্লী জেলার মালপুর ও কৃষ্ণনগরের কাছে (Several Dead in Tragic Road Accident) ।

Aravalli Accident
আরাবল্লীতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত 6

By

Published : Sep 2, 2022, 12:19 PM IST

আরাবল্লী (গুজরাট), 2 সেপ্টেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন আরও 6 জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের আরাবল্লী জেলার মালপুর ও কৃষ্ণনগরের কাছে (Several Dead in Tragic Road Accident) ।

জানা গিয়েছে, এদিন আম্বাজি মন্দিরে যাচ্ছিলেন কিছু ভক্ত ৷ সেই সময় একটি দ্রুতগামী ইনোভা গাড়ি তাঁদের আচমকা ধাক্কা দেয় । সঙ্গে সঙ্গে তাঁরা রাস্তার ধারে ছিটকে পড়ে ৷ ঘটনাস্থলেই স্থানীয় লোকজনসহ 6 জনের মৃত্যু হয় । গুরুতর আহত আরও ছয় পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷

আরও পড়ুন:টোলপ্লাজায় ধাক্কা মেরে উলটে গেল অ্যাম্বুলেন্স, মৃত 4

যাত্রীরা দাহোদের লিমখেদা এবং মালপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে । পথদুর্ঘটনায় 6 জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল । তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । দুর্ঘটনায় নিহতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 8 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । সেই সঙ্গে আহতদের দেওয়া হবে 50 হাজার টাকা । আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আরাবল্লী জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details