আরাবল্লী (গুজরাট), 2 সেপ্টেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন আরও 6 জন ৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের আরাবল্লী জেলার মালপুর ও কৃষ্ণনগরের কাছে (Several Dead in Tragic Road Accident) ।
জানা গিয়েছে, এদিন আম্বাজি মন্দিরে যাচ্ছিলেন কিছু ভক্ত ৷ সেই সময় একটি দ্রুতগামী ইনোভা গাড়ি তাঁদের আচমকা ধাক্কা দেয় । সঙ্গে সঙ্গে তাঁরা রাস্তার ধারে ছিটকে পড়ে ৷ ঘটনাস্থলেই স্থানীয় লোকজনসহ 6 জনের মৃত্যু হয় । গুরুতর আহত আরও ছয় পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷