বক্সার (বিহার), 13 মে : বিহারের বক্সার জেলায় গঙ্গার ঘাট থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনা অব্যহত ৷ এবার বক্সার শহরে নাথবাবা ঘাটে 8টি দেহ পড়ে থাকার ঘটনা সামনে এল ৷ এর আগে বক্সারের চৌসা ব্লকের অন্তর্গত মহাদেব ঘাটে 71 জনের দেহ ভেসে থাকতে দেখা যায় ৷ এই মামলাটি ইটিভি ভারতের তদন্তে উঠে এসেছে ৷ উত্তরপ্রদেশের গাহমার গাজিপুরেও মৃতদেহ পাওয়া গিয়েছিল ৷
বক্সার শহরের নাথবাবা ঘাট থেকে যে ছবি উঠে এসেছে তা খুবই ভয়াবহ ৷ সেই ছবি দেখানো সম্ভব নয় ৷ সেই সঙ্গে গঙ্গার ঘাটে ওই দেহগুলিকে রাস্তার কুকুরগুলিকে খোবলাতে দেখা গিয়েছে ৷ এই দেহগুলি উদ্ধারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, গত 4 দিন ধরে নদীতে এত দেহ কোথা থেকে ভেসে আসছে ? এর আগে 10 মে বক্সারের মহাদেব ঘাটে 71টি দেহ ভেসে থাকতে দেখা যায় ৷ এই ঘটনায় বিহারের ডিজিপি থেকে শুরু করে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা দাবি করেছেন, এই দেহগুলি উত্তরপ্রদেশের সীমানা থেকে ভেসে সে রাজ্যে ঢুকেছে ৷ তবে, উত্তরপ্রদেশের প্রশাসনিক আধিকারিকরা সেই অভিযোগ খারিজ করেছে ৷