পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Landslide in Maharashtra: ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 10, সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী শিন্ডের

বুধবার রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 । আহতের সংখ্যা বহু ৷ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে 5 লক্ষ্য টাকা করে সাহায্য ঘোষণা করেছেন ৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতির খোঁজ নিয়েছেন ৷

4 dead in landslide
ভূমিধস

By

Published : Jul 20, 2023, 12:43 PM IST

Updated : Jul 20, 2023, 2:17 PM IST

রায়গড় (মহারাষ্ট্র), 20 জুলাই: মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ল 10 ৷ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতের পরিবাগুলির জন্য সাহায্য ঘোষণা করেছেন ৷ তিনি জানিয়েছেন, তাঁদের 5 লক্ষ্য টাকা করে সাহায্য করা হবে সরকারের তরফে ৷ আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথাও ঘোষণা করেছেন শিন্ডে ৷

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে ৷ ইতিমধ্যে এনডিআরআফের দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেখানে রয়েছে এসডিআরএফের দল ও পুলিশ ৷ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ আটকে পড়া লোকদের একে একে বের করে আনা হচ্ছে ৷ পাশাপাশি ত্রাণের কাজে সেনার দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে খবর ।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "উদ্ধারকারী দলগুলি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ৷ রাজ্য সরকারের লক্ষ্য আটকে পড়া ব্যক্তিদের জীবন বাঁচানো । তাদের সুরক্ষিতভাবে উদ্ধার করা ৷ আমরা এর জন্য বায়ুসেনার কাছেও সাহায্য চেয়েছি।" একনাথ শিন্ডে জানিয়েছেন, দুটি পাহাড়ের মাঝখানে অবস্থিত ওই গ্রামটি ৷ ফলে সেখানে গাড়ি ঢুকতে পারছে না । তাই উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে ৷ মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত, গিরিশ মহাজন এবং দাদা ভুসে ইরশালওয়াদি গ্রামে পৌঁছন এবং উদ্ধার কাজের তদারকি করেন ।

জানা গিয়েছে, 70 জনকে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে । 27 জনকে নাভি মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাচ্ছে ৷ তবে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনার কাজ চলছে । উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানিয়েছেন, এনডিআরএফ এবং এসবিআই-এর 150 কর্মী এবং সিডকোর 500 কর্মী ও সিস্টেম উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে ।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মহারাষ্ট্রের রায়গড়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে ৷ এ বিষয়ে আমি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছি । চারটি এনডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে । আমাদের এখন প্রধান কাজ হল সেখানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করা এবং আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা ৷" এ দিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মন্ত্রালয়ের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন ৷

আরও পড়ুন:বিরামহীন বৃষ্টিতে কালিম্পংয়ে একাধিক এলাকায় ধস, পর্যটকদের অভয় বার্তা সিকিমের মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে । রায়গড় জেলা কোঙ্কন অঞ্চলের অন্তর্গত । এর আগে পুনের আম্বেগাঁও তেহসিলের মালিন গ্রামে 2014 সালের 30 জুলাই মাসে ভূমিধসের ঘটনা ঘটেছিল ৷ তারপর এটি মহারাষ্ট্রে সবচেয়ে বড় ভূমিধসের ঘটনা বলে প্রশাসন সূত্রে খবর । সেই ভূমিধসে প্রায় 50টি পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছিল । উদ্ধার অভিযান শেষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল 153 ।

Last Updated : Jul 20, 2023, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details