নীলগিরি (তামিলনাড়ু), 1 অক্টোবর:তামিলনাড়ুতে দুর্ঘটনায় কবলে পর্যটক বাস ৷ রাস্তা থেকে বাসটি খাদে উলটে পড়ে 9 জনের মৃত্যু হল ৷ আহত হয়েছেন 30 জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে শনিবার তামিলনাড়ুর নীলগিরি জেলার কুনুর এলাকায় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি মৃতদের পরিবারকে 2 লক্ষ করে টাকা আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছেন ৷ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীনদের জন্য 1 লক্ষ টাকা এবং অন্য আহতদের জন্য 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
জানা গিয়েছে, টেনকাসি জেলা থেকে বাসের চালক ও কর্মী-সহ মোট 59 জন যাত্রী একটি ট্যুরিস্ট বাসে উটিতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় তাঁরা উটি থেকে টেনকাসির দিকে ফিরছিলেন। সে সময় চালক কুনুর থেকে মেট্টুপালায়ম সড়কে আসার পথে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ এরপর বাসটি স্থানীয় হেয়ারপিন মোড়ের কাছে থাকা 50 ফুট গভীর খাদে পড়ে যায় ৷
স্থানীয়রাই প্রথমে সেখানে পৌছে উদ্ধার কাজ শুরু করেন ৷ পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল সেখানো পৌঁছয়। এছাড়াও নীলগিরির জেলাশাসক, হাইওয়ে ডিপার্টমেন্ট পেট্রল এবং অন্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে দড়ি ব্যবহার করতে দেখা যায়। ঘটনায় আহতদের পুলিশ উদ্ধার করে কুনুর এবং মেট্টুপালায়ম সরকারি হাসপাতালে ভরতি করে ৷ কুনুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 9 জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে ৷
আরও পড়ুন:শালবনিতে উলটে গেল স্কুল মারুতি ভ্যান, আহত চালক-সহ পড়ুয়ারা
এ দিকে দুর্ঘটনার খবর পেতে জেলা প্রশাসন একটি হেলপ লাইন নাম্বার চালু করে ৷ আহতদের বিশেষ চিকিৎসা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ একটি বিবৃতিতে তিনি বলেছেন, "দুর্ঘটনায় মৃতদের 2 লক্ষ টাকা, গুরুতর আহত ও চিকিৎসাধীনদের জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷ যারা সামান্য আহত হয়েছেন তাদের 50 হাজার টাকা দেওয়া হবে ।" এছাড়াও তিনি উদ্ধার ও ত্রাণ কাজের তদারকি করার জন্য পর্যটনমন্ত্রী রামচন্দ্রনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।