পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 27, 2022, 11:05 AM IST

ETV Bharat / bharat

Bus Overturns in Chittoor : চিত্তুরে বরযাত্রীর বাস পড়ল 100 ফুট নিচে খাদে, মৃত কমপক্ষে 8

রাতে অন্ধকারে যাত্রীবোঝাই বাস উল্টে খাদে পড়ে যায় ৷ ঘটনাটি অন্ধ্রপ্রদেশের চিত্তুরে (Bus Overturns in Chittoor) ৷

Chittoor Bus Accident
খাদে উল্টে যাওয়া বাস

চিত্তুর, 27 মার্চ : কমপক্ষে 8 জন মারা গিয়েছেন একটি বাস দুর্ঘটনায় ৷ 45 জন আহত ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ৷ মাদানাপাল্লি-তিরুপতি জাতীয় সড়কে বাকারাপেটা কানুমার কাছে একটি বাস উলটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী বাসটিতে 63 জন যাত্রী ছিল ৷ বাসচালক দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন এবং তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাস (Several dead and injured as bus overturned near Madanapalle in Chittoor) ৷

মৃতদের মধ্যে একটি বাচ্চা এবং একজন মহিলা ৷ উদ্ধারকারী দল ছ'টি দেহ উদ্ধার করেছে ৷ নারাভারিপল্লির হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জখম বাচ্চাটির মৃত্যু হয় ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ আহতদের তিরুপতি রুয়া এবং সুইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক ৷

অন্ততপুরে ধর্মাভরমের রাজেন্দ্র নগর এলাকার পাত্র ভেনুর সঙ্গে চিত্তুর জেলার নারায়ণভনমের পাত্রীর বিয়ে ঠিক হয়েছে ৷ রবিবার সকালে থিরুচানুরে (Thiruchanur) এই অনুষ্ঠান হওয়ার কথা ৷ সেই অনুযায়ী ভেনুর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধ-সহ একটি বাস শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ধর্মাভরম থেকে রওনা দেয় ৷ বাসটিতে 63 জন বরযাত্রী ছিলেন ৷ চিত্তুরের পিলেরুতে একটি ধাবায় রাত 8টা নাগাদ সবাই রাতের খাওয়াদাওয়া সারে ৷

আরও পড়ুন : Bus Accident in Karnataka : কর্নাটকে বাস উল্টে মৃত কমপক্ষে 5, মৃতের সংখ্যা বাড়তে পারে

এরপর ফের যাত্রা শুরু করে বাসটি ৷ 9 কিমি গিয়ে ভাকারাপেটা ঘাটের কাছে পৌঁছায় বাসটি ৷ বাসচালক তীব্র গতিতে বাসটি চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে 100 ফুট নিচে একটি খাদের মধ্যে উলটে পড়ে যায় ৷ ছ'জন দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে প্রাণ হারান ৷ যাত্রীরা চেঁচিয়ে ওঠেন ৷ প্রত্যেকেই কোনও না কোনও ভাবে জখম হয়েছেন ৷ 10 জনেরও বেশি বাচ্চা আহত ৷ বিধায়ক চেভিরেড্ডি ভাস্কর রেড্ডি তিরুপতি রুয়া হাসপাতালে যান ৷

রাতে এই বাস উল্টে যাওয়ার সময় জায়গাটি অন্ধকারাচ্ছন্ন ছিল ৷ তাই অনেকক্ষণ বিষয়টি কারও চোখে পড়েনি ৷ সাড়ে দশটা নাগাদ কয়েকজন ব্যক্তি বাইক চালিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁরা আহত যাত্রীদের চিৎকার শুনে খাদের নিচে দেখে বুঝতে পারেন বাস উলটে রয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেয় ৷ বাইকচালকরাই প্রথমে পুলিশের সঙ্গে হাত লাগিয়ে যাত্রীদের বাস থেকে বের করে আনে ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছান জেলাশাসক এম হরিনারায়ণন এবং তিরুপতির আরবান এসপি ভেঙ্কটা আপ্পালানাইডু ৷ এরপর জোরকদমে উদ্ধারকার্য শুরু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details