ভারুচ (গুজরাত), 1 মে :গুজরাতের ভারুচে প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল 16 জনের ৷ শুক্রবার গভীর রাতে হাসপাতালে আগুন লাগে ৷
ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্র সিং চূড়াসামা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ শর্ট সার্কিটের কারণে প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালের একটি আইসিইউ ইউনিটে আগুন লেগে যায় ৷ কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে 14 জন রোগী এবং 2 জন নার্স ৷ সম্পূর্ণ তদন্তের পরই সঠিক সংখ্যা বলা সম্ভব বলে জানিয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লাগার পর এখানে ভর্তি থাকা বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত 12টা 55 মিনিট নাগাদ তাদের কাছে খবর আসে ওই হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটে আগুন লেগেছে ৷ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনার তদন্ত চলছে ৷