পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদিরাজ্যে নৌকাডুবিতে মৃত 12 শিশু, আয়োজকদের দায়ী করল সরকার; গ্রেফতার 2 - Gujarat

Vadodara boat capsize incident: বৃহস্পতিবার গুজরাতের কারনা লেকে একদল শিশু পিকনিক করতে গিয়েছিল ৷ সেখানে নৌকা ডুবে মৃত্যু হয় শিশুদের ৷ উদ্যোক্তাদের চরম গাফিলতির অভিযোগ সামনে আসছে ।

ETV Bharat
ভাদোদরায় নৌকাডুবিতে মৃত 12 শিশু

By ANI

Published : Jan 19, 2024, 8:03 AM IST

Updated : Jan 19, 2024, 2:15 PM IST

গুজরাতের ভাদোদরায় হারনি লেকে নৌকা ডুবে মৃত 12 শিশু

ভাদোদরা, 19 জানুয়ারি: মাত্র 10 জন শিশুর গায়ে লাইফ জ্যাকেট ছিল ৷ আর ওই নৌকায় আসন সংখ্যা ছিল 14টি ৷ গতকাল গুজরাতের ভাদোদরায় হারনি লেকে শিশু মৃত্যুর ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এল ৷ গুজরাতের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার গুজরাতের ভাদোদরায় হারনি লেকে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে ৷ তাতে মৃত্যু হয়েছে 2 শিক্ষক-সহ 12 জন শিশুর ৷ আর সবমিলিয়ে 18 জন শিশু এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নৌকাডুবিতে 12 জন শিশু মৃত্যুর ঘটনায় 18 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷

গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সংঘাভি সাংবাদিকদের বলেন, "নৌকাডুবিতে 12 জন শিশু এবং দুই শিক্ষকের মৃত্যু হয়েছে ৷ মোট 18 জন পড়ুয়া এবং 2 জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ আমরা জানতে পেরেছি মাত্র 10 জন পড়ুয়া লাইফ জ্যাকেট পরেছিল ৷ এতে আয়োজকদের অবহেলা প্রমাণিত হয় ৷" তিনি আরও জানান, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷ দোষীদের ধরতে একটি দলও গঠন করা হয়েছে ৷

সমাজকর্মী অতুল গামেচি বলেন, "ওই নৌকোয় 14 জন মানুষ বসতে পারে ৷ তবে এদিন নৌকাটিতে 27 জনকে ওঠানো হয়েছিল ৷ নিয়ম অনুযায়ী ওই নৌকোয় দু'জন উদ্ধারকারীর থাকার কথা ৷ কিন্তু তেমন কিছু ছিল না ৷ আর লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি ৷ এখানে কোনও সিসিটিভি ক্যামেরাও নেই ৷ ভদোদরা পৌরনিগম এবং কন্ট্রাক্টর এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷"

নৌকাডুবিতে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারা পিকনিক করতে গিয়েছিল বলে জানা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে অনুমান, ওই নৌকায় মাত্র 14টি আসন ছিল ৷ কিন্তু তার অনেক বেশি সংখ্যক শিশুদের নৌকায় তোলা হয় ৷ সেই ভার সামলাতে না পেরে নৌকাটি হারনি লেকে ডুবে যায় ৷ সরকারি দফতর জানিয়েছে, আয়োজকদের অবহেলাই এর জন্য দায়ী ৷

গতকাল রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ৷ তিনি উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করে সোশাল মিডিয়ায় লেখেন, "গুজরাতের ভাদোদরায় নৌকাডুবির ঘটনায় শিশু এবং শিক্ষকদের মৃত্যু খবর পেয়েছি ৷ তা অত্যন্ত দুঃখজনক ৷ আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ উদ্ধারকার্য সফল হোক, এই কামনা করি ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্যের এই দুর্ঘটনায় সোশাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, "ভাদোদরায় হারনি লেকে নৌকাডুবির ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে ৷ শোকতপ্ত পরিবারের পর্তি আমার সমবেদনা রইল ৷ আহতরা দ্রুত সেরে উঠুন ৷ স্থানীয় প্রশাসন সবরকম সহযোগিতা করছে ৷" প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷ এর সঙ্গে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও মৃতদের পরিবারকে 8 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ আর আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. ভাগীরথীতে পড়ল গাড়ি ! মুর্শিদাবাদে নৌকা পারাপারের সময় নদীতে ডুবে মৃত 3
  3. কেরলে ঘোষিত সরকারি শোক, ছবিতে দেখুন নৌকাডুবির ভয়াবহতা
Last Updated : Jan 19, 2024, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details