আররিয়া(বিহার), 27 মে: 18 মে বিহারের ছাপড়ায় মিড ডে মিলের মধ্যে মরা টিকটিকি পাওয়া গিয়েছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মি়ড ডে মিলে মরা সাপ পাওয়া গেল ৷ ঘটনাটি ঘটেছে বিহারের আররিয়ার ফরবিশগঞ্জ মহকুমা এলাকার অন্তর্গত জোগবানিতে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়ে । ওই মিড-ডে মিল খাওয়ার পর 25 শিশু অসুস্থ হয়ে পড়েছে ।
মিড-ডে মিলে সাপ: শনিবার স্কুলে মিড-ডে মিলে শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল । খাবার দেওয়ার সময় থালায় সাপের বাচ্চা দেখতে পাওয়া যায় ৷ এরপরেই ঘটনারে ঘিরে ওই বিদ্যালয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় । তবে তার আগেই খিচুড়ি খেয়ে নেয় বেশ কিছু শিশু । তারপরেই তারা অসুস্থ হয়ে পড়ে ৷ মিড-ডে মিল খাওয়া শিশুরা বমি করতে শুরু করে । খবর পেয়ে জোগবানী থানা পুলিশ একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় । একই সঙ্গে ফরবিশগঞ্জের এসডিও ও এসডিপিওকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছে তাঁরা প্রথমে অসুস্থ শিশুদের ফরবিশগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করেন । এই ঘটনা জানাজানি হতেই আশপাশের গ্রামবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের পৌঁছে ব্যাপক তোলপাড় শুরু করে । কিছু লোক স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ।