মুজফফরপুর, 15 সেপ্টেম্বর: নৌকাডুবির পর একদিন কেটে গিয়েছে ৷ এখনও খোঁজ মেলেনি বহু শিশুর ৷ সেই সংখ্যাটা 10 জনেরও বেশি বলে মনে করা হচ্ছে ৷ বৃহস্পতিবার সকালে বিহারের বাগমতী নদীতে যাত্রীবোঝাই নৌকা ডুবে যায় ৷ ওই নৌকাটিতে 30টিরও বেশি শিশু ছিল বলে জানা গিয়েছে ৷ মুজফফরপুরের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রাই প্রথমে উদ্ধারে নামে ৷ পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকার্য শুরু করে ৷
তবে সংশ্লিষ্ট দলের আশঙ্কা, বহু শিশু এতক্ষণে নদীর স্রোতে কোথাও ভেসে গিয়েছে ৷ তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে ৷ নৌকাডুবির ঘটনার ভিডিয়ো ফুটেজ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, বাগমতী নদীতে নৌকাটি উলটে যাওয়ার মুহূর্তে প্রবল স্রোত ছিল ৷ সেই জলের টানে অনেক শিশু ভেসে চলে যাচ্ছে ৷ ওই সময় নদীর ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন সঙ্গে সঙ্গে জীবন বাজি রেখে নদীতে নেমে পড়েন ৷