গুরুগ্রাম, 9 নভেম্বর: একটি বাস দুর্ঘটনায় 2 যাত্রীর মৃত্যু হল ৷ জখম হন বেশ কয়েকজন যাত্রী ৷ তাঁরা একটি স্লিপার বাসে যাচ্ছিলেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে ৷ বাসটি গুরুগ্রাম থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ৷ বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ দমকল দফতর জানিয়েছে, আগুন লাগার কারণ কী, তা এখনও জানা যায়নি ৷
বুধবার রাত 8.30 মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল ৷ দিল্লি থেকে জয়পুরগামী ঝারসা উড়ালপুলের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় ৷ দমকলের এক উচ্চাধিকারিক জানান, খবর পাওয়া মাত্র দমকলের 3টি গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দু'জন যাত্রীর পুড়ে মৃত্যু হয়েছে ৷ আর বাকি যাত্রীরাও পুড়ে গিয়েছেন ৷ সিভিক হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে ৷ চিকিৎসক জানিয়েছেন, সব জখমদেরই 30-50 শতাংশ পুড়ে গিয়েছে ৷