পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Andhra Pradesh Burnt Incident: বিদ্যুতের তারের সংস্পর্শে অটোতে আগুন, অন্ধ্রে অগ্নিদগ্ধ হয়ে মৃত 5 মহিলা - অটোয় আগুন

অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলায় অটোর মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন 5 জন (Andhra Pradesh Burnt Incident) ৷ ওই পাঁচজনই মহিলা ৷ তাঁরা চাষের কাজে যাচ্ছিলেন ৷

Auto caught fire in Andhra
অটোয় আগুন জ্বলছে

By

Published : Jun 30, 2022, 9:17 AM IST

Updated : Jun 30, 2022, 1:04 PM IST

সত্য়সাই, 30 জুন: দাউ দাউ করে জ্বলছে অটো ৷ তার মধ্যে আগুনে পুড়ে প্রাণ হারালেন 5 জন মহিলা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলায় ৷ জানা গিয়েছে, ওই পাঁচজন একটি অটোতে যাচ্ছিলেন ৷ পথে চিল্লাকোন্ডায়াপল্লির কাছে অটোটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং তাতে আগুন ধরে ৷ অটোর মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান ওই 5 জন ৷ মৃত ব্যক্তিরা চাষের কাজে গুড্ডামপল্লিতে যাচ্ছিলেন (Several burnt alive as the auto came into contact with electric wire in Andhra) ৷

জানা গিয়েছে, ওই অটোয় চালক সমেত 13 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে চালক পথুলায়া এবং বাকি 7 জন যাত্রী সাংঘাতিক ভাবে পুড়ে গিয়েছেন ৷ তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : উদয়পুর হত্যাকাণ্ডে আততায়ীদের ফাঁসির দাবি মৃতের পরিবারের

অটোয় আগুন ধরার সঙ্গে সঙ্গে অটোচালক সেটিকে রাস্তার একধারে থামান ৷ অটোটিতে রেক্সিনের ঢাকনা দেওয়া ছিল, মনে করা হচ্ছে তাতেই তাড়াতাড়ি আগুন ধরে যায় ৷ মৃত পাঁচ মহিলা গুড্ডামপল্লি এবং পেড্ডাকোটলা গ্রামের বাসিন্দা ৷ তাঁদের মধ্যে কান্থাআম্মা, রামুলাম্মা, রাতনাম্মা, লক্ষ্মীদেবী গুড্ডামপল্লিতে থাকতেন ৷ কুমারী পেড্ডাকোটলায় ৷ দেহগুলি ধর্মাভরম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, কুমারী বাকি সব শ্রমিকদের চাষের কাজে নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে ৷

Last Updated : Jun 30, 2022, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details