সিমলা, 12 অগস্ট : হিমাচলপ্রদেশের (Himachal landslide) কিন্নৌর জেলায় প্রবল ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 13 । এখনও পর্যন্ত 13 জনকে উদ্ধার করা হয়েছে ৷ আইটিবিপি-র প্রায় 200 জনের দল উদ্ধারকাজ চালাচ্ছে ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যেই তিনি মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন । খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷
সারারাত ধরে উদ্ধারকাজ চলেছে । তবে মাঝে কিছুক্ষণের জন্য উদ্ধারের কাজ । ডেপুটি কমানড্যান্ট ধর্মেন্দ্র ঠাকুর জানিয়েছেন, আরও একবার ধস নামার কারণে উদ্ধারকাজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল । ফের ভোর রাত 3টে 30 থেকে উদ্ধারকাজ শুরু হয় । এখনও উদ্ধারকাজ জারি রয়েছে ।
গতকাল ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, বহু গাড়ি ধসের নিচে চাপা পড়েছে ৷ হিমাচল সড়ক পরিবহণ নিগমের একটি বাসও তার মধ্যে রয়েছে, যেখানে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ তবে মাঝে মাঝেই পাহাড় থেকে পাথর খসে পড়ার ফলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল ।
বুধবার বেলা পৌনে একটা নাগাদ কিন্নৌরের রেকং পেয়ো-সিমলা হাইওয়েতে বিরাট ধস নামে ৷ ধসের নিচে একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি গাড়ি চাপা পড়ে ৷ বাসটি সিমলার অভিমুখে যাচ্ছিল বলে খবর ৷ শেষ পাওয়া খবর, বাসটির এখনও কোনও খোঁজ মেলেনি ৷ বাসের যাত্রীদেরও এখনও কোনও খোঁজ মেলেনি ৷ বাসে 25 জন যাত্রী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP) এখনও পর্যন্ত 13 জনকে উদ্ধার করতে পেরেছে ৷