পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himachal landslide : হিমাচলে ধসের ঘটনায় মৃত বেড়ে 13 - হিমাচলপ্রদেশের খবর

হিমাচলপ্রদেশের কিন্নৌরে প্রবল ধসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 13 জনের ৷ নিখোঁজ অন্তত 25-30 জন ৷ ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, বহু গাড়ি ধসে চাপা পড়েছে ৷ চলছে উদ্ধারকাজ ৷

several-buried-under-debris-of-major-landslide-in-himachal-pradeshs-kinnaur
হিমাচলে বিরাট ধস, চাপা পড়লেন অন্তত 40

By

Published : Aug 11, 2021, 2:35 PM IST

Updated : Aug 12, 2021, 8:51 AM IST

সিমলা, 12 অগস্ট : হিমাচলপ্রদেশের (Himachal landslide) কিন্নৌর জেলায় প্রবল ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 13 । এখনও পর্যন্ত 13 জনকে উদ্ধার করা হয়েছে ৷ আইটিবিপি-র প্রায় 200 জনের দল উদ্ধারকাজ চালাচ্ছে ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যেই তিনি মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন । খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

সারারাত ধরে উদ্ধারকাজ চলেছে । তবে মাঝে কিছুক্ষণের জন্য উদ্ধারের কাজ । ডেপুটি কমানড্যান্ট ধর্মেন্দ্র ঠাকুর জানিয়েছেন, আরও একবার ধস নামার কারণে উদ্ধারকাজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল । ফের ভোর রাত 3টে 30 থেকে উদ্ধারকাজ শুরু হয় । এখনও উদ্ধারকাজ জারি রয়েছে ।

গতকাল ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানিয়েছেন, বহু গাড়ি ধসের নিচে চাপা পড়েছে ৷ হিমাচল সড়ক পরিবহণ নিগমের একটি বাসও তার মধ্যে রয়েছে, যেখানে বেশ কয়েকজন যাত্রী ছিলেন ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ তবে মাঝে মাঝেই পাহাড় থেকে পাথর খসে পড়ার ফলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল ।

বুধবার বেলা পৌনে একটা নাগাদ কিন্নৌরের রেকং পেয়ো-সিমলা হাইওয়েতে বিরাট ধস নামে ৷ ধসের নিচে একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি গাড়ি চাপা পড়ে ৷ বাসটি সিমলার অভিমুখে যাচ্ছিল বলে খবর ৷ শেষ পাওয়া খবর, বাসটির এখনও কোনও খোঁজ মেলেনি ৷ বাসের যাত্রীদেরও এখনও কোনও খোঁজ মেলেনি ৷ বাসে 25 জন যাত্রী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP) এখনও পর্যন্ত 13 জনকে উদ্ধার করতে পেরেছে ৷

আরও পড়ুন: হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, উদ্ধারে হাত লাগানোর জন্য ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) ৷ তিনি জানান, "পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান চালানোর জন্য নির্দেশ দিয়েছি ৷ সতর্ক করা হয়েছে এনডিআরএফ-কে ৷ আমাদের কাছে খবর এসেছে যে, একটি বাস ও কয়েকটি গাড়ি ধসের নিচে চাপা পড়ে রয়েছে ৷" উদ্ধারকাজের বিষয়ে ডিজি ও আইটিবিপি-র সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷ ফোন করে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে যে, হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে ফোন করে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি ৷ ইতিমধ্যেই তিনি মৃতদের পরিবারকে 2 লাখ টাকা ও আহতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

আরও পড়ুন:কালিম্পঙে জাতীয় সড়কে ধসের জেরে দুর্ঘটনা, মৃত 1

গত দু সপ্তাহ ধরে হিমাচলপ্রদেশের বিভিন্ন অংশে নাগাড়ে বৃষ্টি চলছে ৷ তার জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে ৷ গত মাসে কিন্নৌরেই ধসে বিরাট বোল্ডার ধেয়ে এসে কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ৷ মৃত্যু হয় 9 জন পর্যটকের ৷ ধসে ভেঙে যায় একটু সেতু ৷ পাহাড়ের ঢাল বেয়ে বোল্ডার নেমে আসার ভয়ংকর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অপর একটি ঘটনায় সিরমৌরে প্রবল বর্ষণের পর পাহাড়ি একটি রাস্তা আচমকা বসে যায় ৷ সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে ৷

Last Updated : Aug 12, 2021, 8:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details