পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himachal Pradesh Landslide: ভূমিধসে বিপর্যস্ত সিমলা, শিব মন্দির দুর্ঘটনায় কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার - হিমাচল প্রদেশে ভূমিধস

Shimla Shiv Temple Landslide: হিমাচল প্রদেশের সিমলায় ঘন ঘন ভূমিধসের কারণে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে । সামারহিলের শিব মন্দিরে ভূমিধসের ধ্বংসস্তূপের নীচ থেকে অন্তত 13 জনের দেহ উদ্ধার হয়েছে । আজ তৃতীয় দিনেও শিব মন্দিরের কাছে চলছে উদ্ধারকাজ । সাহায্য নেওয়া হয়েছে সেনা মেশিনের ৷

Himachal Pradesh Landslide
হিমাচল প্রদেশে ভূমিধস

By

Published : Aug 16, 2023, 4:20 PM IST

সিমলা, 16 অগস্ট: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ ভূমিধসের কারণে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সিমলার শিব মন্দিরে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া কমপক্ষে 13 জনের দেহ উদ্ধার হয়েছে বুধবার । এখনও অনেক মানুষ ধসের নীচে আটকে রয়েছে বলে খবর ৷ মৃতদের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ অন্যদিকে ভূমিধসের জেরে লালকোঠি ও কৃষ্ণনগরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । পরিস্থিতি শোচনীয় হওয়ায় রাজ্যজুড়ে আজ রাখা হয়েছে সমস্ত স্কুল কলেজ বন্ধ ।

তৃতীয় দিনেও উদ্ধার অভিযান অব্যাহত: বুধবার তৃতীয় দিনেও সিমলার সামারহিলের শিব মন্দিরে নিখোঁজদের উদ্ধার করার কাজ চলছে ৷ এদিন সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে । জানা গিয়েছে, আজ উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি ছোট মেশিনের সাহায্যও নেওয়া হয়েছে । সকাল সাড়ে 7টা থেকে চলা তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত 13 জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর । ধ্বংসস্তূপের নীচে এখনও লোকজন চাপা পড়ে থাকার আশংকা করা হচ্ছে । ফলে উদ্ধার কাজ এখনও চলছে ।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ: গতকাল গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে । মাঝে কিছু সময় বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবার শুরু হয়েছে উদ্ধারকাজ । মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে 4টি দেহ উদ্ধার করা হয়েছিল । এর মধ্যে এইচপিইউর সহকারী অধ্যাপক মানসীর দেহ উদ্ধার হয় । এছাড়াও তল্লাশি অভিযানে টুকরো টুকরো হয়ে যাওয়া একটি দেহ পাওয়া গিয়েছে ৷ যার পরিচয় এখনও জানা যায়নি । তৃতীয় দেহটি ছিল এইচপিইউর অধ্যাপক পিএল শর্মার স্ত্রী চিত্রলেখার । নিহত চতুর্থ ব্যক্তির নাম সুমন কিশোর ।

আরও পড়ুন:ভূমিধসের জেরে বিলাসপুরে অবরুদ্ধ জাতীয় সড়ক

ধ্বংসস্তূপের নীচে চাপা বহু মানুষ: ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ তাদের সন্ধানে সেনা এখন শিব মন্দির থেকে এক কিলোমিটার নীচে ড্রেনে তল্লাশি শুরু করেছে । এতে আরও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে কিছুটা রেহাই মিলেছে বৃষ্টি থেকে ৷ ফলে দ্রুত উদ্ধার কাজ শেষ করার চেষ্টা চলছে । নিখোঁজদের পরিবারের লোকেরা এসে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে ৷ তবে মন্দিরের চারপাশে প্রচুর ধ্বংসাবশেষের কারণে তাদের খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ছে ।

স্থানীয় লোকজনও উদ্ধার কাজে নেমেছে: সকালেই জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে । প্রশাসনের সঙ্গে স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানের কাজে হাত লাগিয়েছে । ছুটি থাকার কারণে সামারহিল চেলির আশেপাশের এলাকার সকল মানুষ ধ্বংসস্তূপ থেকে তাদের প্রিয়জনকে বের করতে উদ্ধারকারী দলকে সাহায্য করছে ।

সোমবার ভূমিধস ঘটেছে: সোমবার সকালে সামারহিলের শিববাড়ি মন্দিরে ভূমিধসের ঘটনা ঘটে । জানা গিয়েছে, গত 2 দিন ধরে শিববাড়িতে উদ্ধারকাজ চলছে । সোমবার যখন এই ঘটনা ঘটে তখন শিব মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় । ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায় বহু প্রাণ । ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যে অনেক মৃতদেহও বের করা হয়েছে ৷ তবে এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে ।

আরও পড়ুন:সিমলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়ি, মৃত 1

কৃষ্ণনগরে ভূমিধস: মঙ্গলবার সিমলার কৃষ্ণনগরে ভূমিধসের ছবি সামনে এসেছে । তাসের ঘরের মতো সেখানে ভেঙে পড়ে একটি কসাইখানা । পাশাপাশি ভূমিধসের কবলে পড়ে পাঁচটিরও বেশি বাড়ি । কসাইখানার উপরে একটি বড় গাছ পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে । এই কসাইখানাটি সিমলা পৌর কর্পোরেশনের অন্তর্গত । কৃষ্ণনগরে রাতে উদ্ধারকাজের সময় দু'জনের দেহ পাওয়া গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details