জামশেদপুর, 26 নভেম্বর : জামশেদপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident in Jamshedpur) প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের তিন বাঙালি শ্রমিক ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 25 জন ৷
জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে রাজ্য থেকে বিশাখাপত্তনমে কাজের জন্য যাচ্ছিলেন ওই শ্রমিকরা৷ শুক্রবার দুপুরে যখন জামশেদপুরের পটমদা-টাটা রাজ্য সড়ক পার করছিল গাড়িটি সেসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের৷ পরে হাসপাতালে আরও এক শ্রমিক প্রাণ হারান৷ মৃতরা হলেন সঞ্জয় কর্মকার (35), দুর্যোধন মাহাতো (28) এবং কৃত্তিবাস মাহাতো (35) ৷