পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পড়শি রাজ্যে সাইবার প্রতারণায় পাকিস্তানি যোগ, গ্রেফতার 3

Cyber Fraud Case: সাইবার প্রতারণা মামলায় বিহার পুলিশের জালে তিন অভিযুক্ত ৷ উদ্ধার একাধিক ফোন, টাকা ও ডকুমেন্টস ৷ ফোনের সূত্র ধরে পাকিস্তান যোগের হদিশ পুলিশের ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 11:57 AM IST

পূর্ণিয়া (বিহার), 9 ডিসেম্বর: সাইবার প্রতারণা কাণ্ডে বিহার থেকে ধৃত তিন অভিযুক্তের সঙ্গে পাকিস্তানি যোগসূত্র পেল পুলিশ ৷ ঘটনায় পূর্ণিয়া জেলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ধৃতদের কাছ থেকে 6টি মোবাইল ফোন, 96 হাজার টাকা, একাধিক ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড ও বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ ৷

এসপি আমির জাভেদ বলেন, "সাইবার জালিয়াতির মামলার তদন্তে নেমে আরারিয়া জেলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তরা হলেন শাহনওয়াজ, শাকিম এবং সুশীল কুমার ৷ এরা প্রত্যেকেই আরারিয়া জেলার বাসিন্দা। গত এক বছর ধরে সাইবার অপরাধে জড়িত ছিল তাঁরা।"

তিনি আরও বলেন, "তদন্তে নেমে জানা যায় শাহনওয়াজ, শাকিম এবং সুশীল কুমারের সঙ্গে পাকিস্তানের এক ব্যক্তির যোগ রয়েছে ৷ নেপাল রুটে ওই ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এই অভিযুক্তদের হাতে টাকা পাঠাত ৷ অভিযুক্তরা ভারতে অর্থ পাচারের জন্য নেপাল-ভিত্তিক অ্যাকাউন্ট ব্যবহার করত ৷ শুধু তাই নয়, সকল অ্যাকাউন্ট হোল্ডারদের কমিশনও দেওয়া হত ৷"

এসপি আরও জানান, পয়লা ডিসেম্বর থানায় মোবাইল চুরির একটি অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই ফোনটি অনলাইন শপিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ ফোন ট্র্যাক করে ব্যবহারকারীকে ধরে ফেলে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পর এই প্রতারণা চক্রের হদিশ সামনে আসে ৷ তদন্ত এখনও শেষ হয়নি ৷ সেখান থেকেই পাকিস্তান যোগের বিষয়টি উঠে আসে ৷ এর থেকে বেশি কিছু জানাতে চাননি পুলিশ আধিকারিক ৷

পুলিশ আরও জানিয়েছে, তারা ভারত থেকেই চক্রের আরও পাণ্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা করছে এবং পাকিস্তান থেকে পাঠানো অর্থের শেষ ব্যবহারকারীকে ভারতে সনাক্ত করার চেষ্টা করছিল ৷ এক মাসেই অভিযুক্তরা 50 লক্ষ টাকার লেনদেন করেছে বলে জানা গিয়েছে ৷ সাইবার প্রতারণা ও আর্থিক তছরুপের এই ঘটনা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

আরও পড়ুন:

1. নাতির কান্নায় বিরক্ত হয়ে কুপিয়ে খুন করল দাদু, রক্ষা পেলেন না পুত্রবধূও

2.তৈরি হত জন্মদিনের মোমবাতি ও আতশবাজি, বাজি কারখানায় ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু 7 জনের

3.স্বামীকে ফাঁসাতে 'বন্ধু'র মোবাইল থেকে পুলিশকে বোমা বিস্ফোরণের হুমকি মহিলার

ABOUT THE AUTHOR

...view details