ললিতপুর, 17 অক্টোবর : উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণকাণ্ডে এ বার নাম জড়িয়ে গেল সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-রও । মেয়েটির বাবার সঙ্গে মিলে এসপি নেতা তিলক যাদব এবং বিএসপি নেতা দীপক আহিরওয়ারও মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ । একই সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার মহেন্দ্র দুবে নামের এক যুবকের নামেও মামলা দায়ের হয়েছে । গত কয়েক বছর ধরে মেয়েটির উপর তাঁরা লালসা মেটাচ্ছিলেন বলে অভিযোগ ।
কিশোরীকে ধর্ষণের ঘটনায় গত কয়েক দিন ধরে উত্তাল উত্তরপ্রদেশ । পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ললিতপুর ছেড়ে মির্জাপুরে গা ঢাকা দিয়েছিলেন । সেখান থেকে আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁরা । গোপন সূত্রে খবর পেয়ে মির্জাপুরে হানা দেয় পুলিশ । সেখান থেকে এসপি এবং বিএসপি-র জেলা সভাপতি তিলক এবং দীপককে গ্রেফতার করা হয় । গ্রেফতার করা হয়েছে মহেন্দ্রকেও । রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন: Bhopal Accident : বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল দ্রুত গতির গাড়ি, দেখুন ভিডিয়ো