পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

covid postive at School : চিকমাগালুর স্কুলে আক্রান্ত 70, 63 জনই পড়ুয়া - covid postive in Chikkamagaluru residential school

চিকমাগালুর জহর নবদয় বিদ্যালয়ে করোনা আক্রান্ত 70 জন এবং তার মধ্যে 63 জনই ছাত্রছাত্রী (70 tested covid postive in Chikkamagaluru residential school) ৷

school
school -

By

Published : Dec 5, 2021, 9:13 PM IST

চিক্কামাগালুরু, 5 ডিসেম্বর : চিকমাগালুর জহর নবদয় বিদ্যালয়ে এর আগে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল একজন শিক্ষকের ৷ এবার জানা গেল এই আবাসিক স্কুলে এই মুহূর্তে আক্রান্ত মোট 70 জন, তার মধ্যে 63 জনই ছাত্রছাত্রী (70 tested covid postive in Chikkamagaluru residential school) ৷

খবর অনুযায়ী, একজন শিক্ষক করোনা আক্রান্ত হওয়ার পরেই শিক্ষক, অশিক্ষক কর্মী ও ছাত্র ছাত্রী মিলিয়ে মোট 418 জনের করোনা পরীক্ষা করানো হয় ৷ তাতেই শনিবার আক্রান্তের সংখ্যা ছিল 40, আর রবিবার তা পৌঁছায় 70 জনে ৷ তার মধ্যে একদিকে যেমন 63 জনই ছাত্রছাত্রী তেমনি অন্যদিকে রয়েছেন 3 জন শিক্ষক ও 4 জন অশিক্ষক কর্মী ৷

আরও পড়ুন : ওমিক্রনের হানা এবার রাজস্থানে, জয়পুরে সংক্রমিত 9

এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার ওমিক্রন রূপ ৷ তবে বিশেষজ্ঞদের মতে, আগের দুই রূপের মত ততখানি প্রাণঘাতী নয় ওমিক্রন ৷ কিন্তু কয়েক গুণ বেশি সংক্রামক ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details