বালানগির(ওড়িশা), 10 জানুয়ারি : বয়স মাত্র সাত বছর। আর এই বয়সেই মাইক্রোসফট টেকনোলজি অ্যাসোসিয়েটে উত্তীর্ণ হল ওড়িশার বালানগিরির ভেঙ্কটেশ রমন পটনায়েক। তথ্যপ্রযুক্তিতে কেরিয়ার তৈরি করতে সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়। সবচেয়ে কম বয়সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভেঙ্কটেশ রমন।
7 বছরে মাইক্রোসফটের পরীক্ষায় সফল - মাইক্রোসফট টেকনোলজি অ্যাসোসিয়েট
মাত্র পাঁচ বছর বয়সে এই শিশুটি কোডিংয়ে দক্ষতা লাভ করেছে। ইতিমধ্যে আড়াইশোর বেশি মোবাইল অ্যাপ তৈরি করে ফেলেছে সে। যার জন্য প্রচুর পুরস্কারও পেয়েছে ভেঙ্কটেশ রমন। এমনকি একাধিক আন্তর্জাতিক কোম্পানি তাকে সম্মান জানিয়েছে।
মাত্র পাঁচ বছর বয়সে এই শিশুটি কোডিংয়ে দক্ষতা লাভ করেছে। ইতিমধ্যে আড়াইশোর বেশি মোবাইল অ্যাপ তৈরি করে ফেলেছে সে। যার জন্য প্রচুর পুরস্কারও পেয়েছে ভেঙ্কটেশ । এমনকি একাধিক আন্তর্জাতিক কোম্পানি তাকে সম্মান জানিয়েছে। এত অল্প বয়সে এমন কৃতিত্ব অর্জন করে গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে সাত বছরের ভেঙ্কটেশ রমন পটনায়েক। তার বাবা মা জানিয়েছেন 2020 সালের নভেম্বর মাসে এমটিএ পরীক্ষাটি হয়েছে। প্রোগ্রামিংয়ের পাঁচটি ভাষায় দক্ষতা তাকে সফল হতে সাহায্য করেছে।
ভেঙ্কটেশ রমন পটনায়েকের কোডিংয়ের প্রতি আগ্রহ দেখে তার পরিবার বেঙ্গালুরুর একটি কোডিং স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু প্রথমে তার বয়স দেখে ওই স্কুলটি তাকে ভর্তি নিতে আপত্তি জানায়। পরে এই পরীক্ষায় অংশ নিয়ে কর্তৃপক্ষকে ভুল প্রমাণিত করেছে।