থানে, 11 সেপ্টেম্বর: থানের বালকুম এলাকায় নির্মীয়মাণ এক স্কাইস্ক্যাপারের লিফট ভেঙে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ রবিবার সন্ধ্যে সাড়ে 5টার সময় এই ঘটনা ঘটে ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান জানিয়েছেন, ওই স্কাইস্ক্যাপারের 40 তলা থেকে লিফটটি ছিঁড়ে মাটিতে আছড়ে পড়েছে ৷ ভেঙে পড়া লিফটটি নির্মাণকাজের জন্য তৈরি করা হয়েছিল ৷ বহুতলের 40 তলায় ওয়াটার প্রুফিংয়ের কাজ শেষ করে লিফটে ওঠার পরেই সেটির তার ছিঁড়ে যায় বলে অভিযোগ ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, লিফট তার ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ার পর 6 জনের মৃত্যু হয়েছিল ৷ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয় ৷ তাঁর নাম নবীন বিশ্বকর্মা ৷ বাকি মৃত 6 শ্রমিক হলেন, মহেন্দ্র চৌপল (32), রুপেশ কুমার দাস (21), হারুন শেখ (47), মিথিলেশ (35) কারিদাস (38) এবং সুনীল কুমার দাস (21) ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান ইয়াসিন তাদভি বলেন, নির্মাণ লিফটে মোট সাতজন শ্রমিকের উঠেছিলেন ৷