মুম্বই, 31 অক্টোবর: তীর্থ যাত্রায় বেরিয়ে মহারাষ্ট্রের সোলাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে 7 পুণ্যার্থীর ৷ সোমবার সন্ধে 6টা 45 মিনিট নাগাদ সাঙ্গোলা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে (Seven pilgrims killed in a car accident in Maharashtra) ৷
জানা গিয়েছে, বেশ কয়েকদিনের জন্য তীর্থযাত্রায় বেরিয়েছিলেন মুম্বইয়ের 32 জন পুণ্যার্থী ৷ এদিন কোলহাপুরের জঠরওয়াদি থেকে পান্ধারপুরের দিকে যখন এই পুণ্যার্থীদের দলটি যাচ্ছিল, সে সময়ে তাঁদের মিছিলে ঢুকে যায় একটি এসইউভি ৷ ঘটনায় মৃত্যু হয় 7 জনের ৷ মনে করা হচ্ছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারাতেই এই দুর্ঘটনাটি ঘটে ৷