সুরেন্দ্রনগর (গুজরাত ), 21 নভেম্বর : গুজরাতের সুরেন্দ্রনগরে পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু ৷ সুরেন্দ্রনগরের পাতি তালুকার খেরওয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷
গুজরাতে পথ দুর্ঘটনা, পুড়ে মৃত্যু 7 জনের - আগুনে পুড়ে মৃত্যু 7 জনের
গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ গাড়ির মধ্যে আগুন লেগে মৃত্যু 7 জনের ৷
গুজরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা
একটি ছোটো গাড়ির সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষ হয় ৷ এর জেরে ছোটো গাড়িটিতে আগুন লেগে যায় ৷ সেইসময় গাড়ি থেকে বেরোতে না পেরে আগুনে পুড়ে মৃত্যু হয় 7 যাত্রীর ৷ দুর্ঘটনার পর থেকে ডাম্পার চালক পলাতক ৷
Last Updated : Nov 21, 2020, 12:32 PM IST