পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Andhra: নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, অন্ধ্রে মৃত কমপক্ষে 7 - পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 7 সদস্যের ৷ আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় ৷ সোমবার সকালের ঘটনায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে গাড়ি ৷

Road Accident in Andhra Pradesh ETV BHARAT
Road Accident in Andhra Pradesh

By

Published : Jun 12, 2023, 3:38 PM IST

পূর্ব গোদাবরী, 12 জুন: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে গিয়ে ধাক্কা মারল একটি গাড়ি ৷ তার জেরে প্রাণ হারালেন গাড়িতে সওয়ার 7 জন যাত্রী ৷ মৃ মধ্যে একটি 8 মাসের শিশু রয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় 1 জনকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার নাল্লাজারালের অনন্তপল্লি জাতীয় সড়কে ফ্লাইওভারের উপরে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশ জানিয়েছে, সোমবার সকালের ঘটনায় গাড়ির গতি বেশি থাকায় চালক তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ ফলে লরির পিছনে গিয়ে গাড়িটি ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে প্রাণ হারান আরও এক ৷

জানা গিয়েছে, গাড়িতে সওয়ার সকলেই অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্র বর্মা অঞ্চলের প্রকাশনগরের বাসিন্দা ছিলেন ৷ সম্প্রতি ওই 8 জন হায়দরাবাদে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে গতকাল রাতে ফেরার জন্য রওনা দেন ৷ এদিন সকালে অনন্তপল্লি জাতীয় সড়কে ফ্লাইওভারের উপরে গাড়িটি ওঠার পর চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ সোজা গিয়ে ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি ৷ পুলিশ জানিয়েছে, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন গাড়িতে সওয়ার 6 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে পরে আরও একজনের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:রেষারেষির জের! নিউটাউনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী-সহ তিন

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে 8 মাসের এক শিশুও রয়েছে ৷ বাকিরা হলেন সাত্থি বাবু, রবি তেজা, শ্রাবণী কুমারি, অরুণা এবং দুর্গা ৷ তবে, হাসপাতালে যিনি মারা গিয়েছেন তাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটিকে পুলিশ সরিয়ে নিয়ে গিয়েছে ৷ পাশাপাশি, একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details