পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-Bangladesh MoUs Signed: মোদি-হাসিনার উপস্থিতিতে 7 মউ স্বাক্ষর ভারত-বাংলাদেশের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) উপস্থিতিতে 7টি মউ স্বাক্ষর করল ভারত ও বাংলাদেশ (India-Bangladesh MoUs Signed)৷

Seven MoUs signed between India, Bangladesh In Presence Of PM Modi And Sheikh Hasina
মোদি-হাসিনার উপস্থিতিতে 7 মউ স্বাক্ষর ভারত-বাংলাদেশের

By

Published : Sep 6, 2022, 2:49 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: সাতটি মউ স্বাক্ষরিত হল ভারত ও বাংলাদেশের মধ্যে (India-Bangladesh MoUs Signed)৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও এ দেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) উপস্থিতিতে আজ স্বাক্ষর করা হয় সাতটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MoUs signed between India Bangladesh)৷

নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে মোদি ও হাসিনার নেতৃত্বে হয় দু দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক ৷ বিদেশমন্ত্রকের সরকারি মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়েছে ৷ সংযোগ, শক্তি, জলসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা, উন্নয়ন, আঞ্চলিক ও বিভিন্ন ইস্যু ছিল আলোচনার বিষয়বস্তু ৷"

এর আগে রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিফলকে শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)৷ রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই হাসিনা বলেন, প্রতিবারই ভারতে এসে তিনি খুব খুশি হন ৷ নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন:ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার

শেখ হাসিনাকে রাইসিনা হিলসে গার্ড অফ অনার দেওয়া হয় । তিনি বলেন, "ভারত আমাদের বন্ধু দেশ ৷ আমি যখনই এখানে আসি না কেন, সেটা আমার জন্য আনন্দের ৷ বিশেষত আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমরা সব সময় মনে রাখি ৷ আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমরা একে অপরks সাহায্য করে চলি ৷"

হাসিনা এ দিন আরও বলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্য মানুষের জীবনে যুক্তরাষ্ট্রীর পরিকাঠামোকে উন্নত করা, দ্রারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়ন ৷ তাঁর আশা, "আমার মনে হয়, আমরা দু'টি দেশ একসঙ্গে কাজ করলে শুধু ভারত ও বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশীয় দেশগুলিতে মানুষ আরও ভালো ভাবে বাঁচতে পারবে ৷ সেটাই আমাদের মূল উদ্দেশ্য ৷" তাঁর বিশ্বাস, বন্ধুত্বের মাধ্যমে সব সমস্যার সমাধান হয় ৷

ABOUT THE AUTHOR

...view details