নয়াদিল্লি, 17 মার্চ:দুই মাংস বিক্রেতাকে মারধর করে মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের এএসআই-সহ সাত জনের বিরুদ্ধে ৷ মারধর থেকে শুরু করে ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, ওই মাংস বিক্রেতাদের অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে মুখে প্রস্রাব করে তাদের খুনের হুমকিও দিয়েছেন পুলিশকর্মীরা ৷ পালটা অভিযুক্তদের পুলিশ 'গো-রক্ষক' হিসাবে চিহ্নিত করেছে ৷
দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে খবর, আনন্দ বিহার এলাকায় দুই মাংস বিক্রেতার গাড়ি একটি স্কুটারকে পিছন থেকে আচমকা ধাক্কা মারে। যা নিয়ে বচসার সূত্রপাত ৷ অভিযোগ, স্কুটার চালক তাদের কাছে ক্ষতিপূরণ বাবদ চার হাজার (Four Thousand) টাকা দাবি করতে থাকেন। ওই মাংস বিক্রেতাদের অভিযোগ, ঘটনাস্থলের অদূরেই পুলিশের একটি পিসিআর ভ্যান দাঁড়িয়ে ছিল ৷ বচসা দেখে কয়েকজন পুলিশ কর্মী (Police Personal) এগিয়ে এসে মাংস বিক্রেতাদের (Meat Vendors) থেকে কার্যত আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে স্কুটার চালককে দিয়ে দেয় ৷ পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মাংস সরবরাহকারীরা জানিয়েছে, স্কুটার চালক চলে যেতেই তাদের কাছ থেকে 15 হাজার টাকা দাবি করে ওই পুলিশ কর্মীরা ৷ এমনকী টাকা না-দিলে থানায় নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়। ওই পরিমান টাকা দিতে অস্বীকার করায় তিন পুলিশ কর্মী মারধর শুরু করে বলে অভিযোগ ৷