মাহোবা (উত্তরপ্রদেশ), 16 অক্টোবর: রোজই কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করতেন স্থানীয় এক যুবক ৷ মেয়েটির পরিবারের তরফে এই নিয়ে যুবকের বাবার কাছে নালিশও জানানো হয় ৷ কিন্তু সুরাহা করার বদলে অভিযুক্ত যুবকের বাবা তাঁর ছেলেকে নিয়ে মেয়েটির পরিবারের সদস্যদের উপর এলোপাথারি গুলি চালায়৷ যার জেরে আহত হয়েছেন সাতজন ৷ এমনই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মহোবার এলাকায় ৷ অভিযুক্ত যুবকের নাম জিতেন্দ্র তিওয়ারি৷ তাঁর বাবার নাম নরেন্দ্র তিওয়ারি ৷ দু’জনেই পলাতক৷ পুলিশ তাঁদের সন্ধান করছে ৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহোবার পানওয়াড়ি থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, একই গ্রামের যুবক জিতেন্দ্র তিওয়ারি কলেজে যাওয়ার পথে একটি মেয়েকে উত্ত্যক্ত করতেন । ওই তরুণীকে প্রতিদিন কলেজে যাওয়ার পথে বাধা দিতেন এবং উত্ত্যক্ত করতেন জিতেন্দ্র । গত এক সপ্তাহ ধরে তিনি মেয়েটির সঙ্গে অশ্লীল আচরণ করার চেষ্টা করেন এবং পুলিশে অভিযোগ করলে মেয়েটিকে মেরে ফেলার হুমকিও দেন । নিয়মিত হয়রানির শিকার হয়ে মেয়েটি তাঁর বাবাকে জানান । দুই দিন আগে মেয়েটির বাবা যুবকের বাড়িতে গিয়ে জিতেন্দ্রের বাবা নরেন্দ্র তিওয়ারির কাছে অভিযোগ জানান ।
অভিযোগ, এতে জিতেন্দ্র ক্ষিপ্ত হয়ে রবিবার সন্ধ্যায় মেয়েটির বাড়িতে আসেন । বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন । তারপর বেশ কয়েকবার বাইকে করে বাড়ির সামনে ঘোরাফেরা করেন ৷ পরিবারের লোকজন তাঁকে বকাঝকা করলে তিনি কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যান । তবে তখন তিনি পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা করেন ৷ মেয়েটির পরিবারের সদস্যরা সেই সময় পিস্তল ছিনিয়ে নেন ৷