পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Students Death in Road Accident: গুয়াহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু 7 ইঞ্জিনিয়ারিং ছাত্রের - সাত ইঞ্জিনিয়ারিং ছাত্র

গুয়াহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অসম ইঞ্জিনিয়ারিং কলেজের সাত ছাত্রের ৷ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ছাত্র ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

engineering students death
ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মৃত্যু

By

Published : May 29, 2023, 2:04 PM IST

গুয়াহাটি, 29 মে: সোমবার সকালে একটি মর্মান্তিক ঘটনার খবর শুনে রাজ্যবাসীর দিন শুরু হল ৷ অসমে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত ইঞ্জিনিয়ারিং ছাত্রের ৷ গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাত 1.00টা নাগাদ ৷ জানা গিয়েছে, অসম ইঞ্জিনিয়ারিং কলেজের 10 ছাত্রকে নিয়ে যাচ্ছিল একটি স্করপিও গাড়ি ৷ গাড়িটি প্রথমে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে ৷ এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যানে । ঘটনাস্থলেই প্রাণ হারান সাত ইঞ্জিনিয়ারিং ছাত্র বলে জানা গিয়েছে ৷ বাকি তিনজন গুরুতর আহত হন । তাঁদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

নিহত ছাত্ররা হলেন গুয়াহাটির বাসিন্দা অরিন্দম ভোয়াল এবং নিওর ডেকা ৷ শিবসাগরের বাসিন্দা কৌশিক মোহন ৷ নওগাঁওয়ের বাসিন্দা উপাংশু শর্মা ৷ মাজুলির বাসিন্দা রাজ কিরণ ভূয়ান ৷ ডিব্রুগড়ের বাসিন্দা ইমান বড়ুয়া এবং মঙ্গলদইয়ের বাসিন্দা কৌশিক বড়ুয়া ৷ গুরুতর জখম হওয়া তিন ছাত্র এবং পিক আপ ভ্যানের চালক ও খালাসিকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ সূত্রের খবর, এখন তাদের অবস্থা স্থিতিশীল ৷

আরও পড়ুন:কিস্তওয়ারে মর্মান্তিক পথদুর্ঘটনা, অন্তত 7 জনের মৃত্যু

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে আসছিল গাড়িটি ৷ প্রথমে সেটি সামনের দিক থেকে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ৷ এরপর নিযন্ত্রণ হারিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে গিয়ে আবার ধাক্কা দেয় । দুর্ঘটনায় গাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ গাড়ির অবস্থা দেখে পুলিশ অনুমান করেছে যে সেটা প্রচণ্ড গতিতে আসছিল ৷ তার ফলে ঘটনাস্থলেই এর জেরে মৃত্যু হয় সাত ছাত্রের ৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পরই দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই ছাত্রের পরিবারগুলিতে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

ABOUT THE AUTHOR

...view details