বেরেলি, 31 মে : অ্যাম্বুলেন্স এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে ফতেহগঞ্জের দিল্লি হাইওয়েতে । দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী (Seven Died in Bareilly Accident)। আধিকারিকদের মৃতদের পরিবারের সদস্যদের সম্পূর্ণ সাহায্য এবং আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী ।
জানা গিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 4 জন পুরুষ রয়েছেন । যাঁরা মারা গিয়েছেন তাঁরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ত্রাণ শিবিরের একটি দল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ।