পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Electrocuted in Bahraich: উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পাঁচজনের - উত্তরপ্রদেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাতজনের

বাহরাইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে (Electrocuted in Bahraich) ৷ ঘটনাটি ঘটেছে কোতোয়ালি নানপাড়া এলাকার মাসুপুর গ্রামে ৷

Seven die due to electrocution in Bahraich
Seven die due to electrocution in Bahraich

By

Published : Oct 9, 2022, 12:12 PM IST

Updated : Oct 9, 2022, 5:27 PM IST

বাহরাইচ (উত্তরপ্রদেশ), 9 অক্টোবর: মর্মান্তিক ঘটনা ঘটল দেশের সবচেয়ে বড় রাজ্যে । উত্তরপ্রদেশের বাহরাইচে রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিশু-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে (Seven die due to electrocution in Bahraich) । জেলার কোতোয়ালি নানপাড়া এলাকার মাসুপুর গ্রামে একটি মিছিল চলাকালীন এই ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, ভুলবশত তাঁরা হাই এক্সটেনশন তারের সংস্পর্শে চলে আসেন ৷ যার কারণে তিন শিশু-সহ পাঁচজন তরিতাহত হয়েছেন ৷ এছাড়াও ঘটনার আহত হয়েছেন চারজন ৷ ভোর 4টের দিকে দুর্ঘটনাটি ঘটে ৷

বাহরাইচের সিনিয়র পুলিশ সুপার কেশবকুমার চৌধুরী বলেন, "ঘটনাটি ঘটেছে নানপাড়া এলাকার মাসুপুর গ্রামে । নিহতরা হলেন সুফিয়ান (12), ইলিয়াস (16), আশরাফ আলি (30) ও তাবরেজ (16), নানপাড়া এলাকার ভাগগড়োয়ার বাসিন্দা এবং শ্রাবস্তী জেলার মালিপুরের বাসিন্দা শফিক (12)।"

আরও পড়ুন:নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার

সূত্রের খবর, মৃতদের পরিবার পুলিশকে জানিয়েছেন যে তারা দেহের ময়নাতদন্ত করতে চায় না ৷ কারণ দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করা যায় না ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ।

Last Updated : Oct 9, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details