পুণে, 25 জুন :পুণের কারখানায় করোনার আরও একটি টিকা কোভোভ্য়াক্সের (Covovax) উৎপাদন শুরু করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India) ৷ মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা নোভাভ্যাক্স ইঙ্ক (Novavax Inc) এই টিকা তৈরি করেছে ৷ শুক্রবার সংস্থার (সেরাম) তরফে টুইট করে তাদের এই সাফল্য়ের কথা জানানো হয়েছে ৷
আরও পড়ুন :স্পুটনিক ভি উৎপাদনে প্রাথমিক ছাড়পত্র পেল সেরাম
কোভোভ্য়াক্সের উৎপাদন নিয়ে টুইট করেছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালাও (Adar Poonawalla) ৷ তিনি জানিয়েছেন, এই টিকা করোনার ভাইরাস থেকে 18 বছরের কম বয়সীদের রক্ষা করতে সক্ষম ৷ প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই কোভোভ্যাক্সের ট্রায়ালের কথা জানিয়েছিলেন আদর ৷ তাঁর দাবি ছিল, 2021 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই টিকা বাজারে চলে আসবে ৷ উল্লেখ্য, 2020 সালের অগাস্ট মাসেই সেরামের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনার টিকা তৈরি সংক্রান্ত আইনি জটিলতা পেরিয়ে যাওয়ার কথা ঘোষণা নোভাভ্য়াক্স ৷ সেরামের সঙ্গে যৌথ লাইসেন্স চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করে তারা ৷