নয়াদিল্লি, 3 এপ্রিল: প্রায়বয়স্কদের মধ্যে করোনার সংক্রমণ রুখতে 'হেটেরোলোগাস বুস্টার ডোজ' বা ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসাবে কোভোভ্য়াক্সের নথিভুক্তিকরণের দাবি জানাল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ৷ গত কয়েকদিনে ভারতের নানা প্রান্তে ফের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে ৷ তার জেরেই স্বাস্থ্য মন্ত্রককে চিঠি পাঠিয়েছে সেরাম কর্তৃপক্ষ ৷ তাদের দাবি, অবিলম্বে কোউইন পোর্টালে কোভোভ্য়াক্সকে হেটেরোলোগাস বুস্টার ডোজ হিসাবে অন্তর্ভুক্ত করা হোক ৷ সোমবার সেরামের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন ৷ গত 27 মার্চ এই চিঠিটি লিখেছেন সেরামের ডিরেক্টর প্রকাশ কুমার সিং ৷
গত মাসে কেন্দ্রের কাছে একই প্রস্তাব পেশ করেছিল ডা. এন কে অরোরার নেতৃত্বাধীন কোভিড-19 ওয়ার্কিং গ্রুপ ৷ তাদের পক্ষ থেকেও কোউইন পোর্টালে কোভোভ্য়াক্সকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ প্রসঙ্গত, কোভোভ্যাক্সের একটি বিশেষ সুবিধা রয়েছে ৷ যে প্রাপ্তবয়স্করা হয় কোভিশিল্ড অথবা কোভ্য়াক্সিনের দু'টি করে ডোজ নিয়েছেন, তাঁরা চাইলে কোভোভ্যাক্সের এই বুস্টার ডোজটি নিতে পারেন ৷ কোনও পক্ষের ক্ষেত্রেই এই বুস্টার ডোজটি নেওয়ায় কোনও বাধা নেই ৷