নয়াদিল্লি, 16 জুলাই : ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের ছাড়পত্রের জন্য সেরাম ইনস্টিটিউটের তরফে কোনও আবেদনপত্রই জমা পড়েনি ৷ আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির তরফে ৷ বিশ্বের অন্যান্য ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা তাঁদের ভ্যাকসিন ইউরোপের দেশগুলিকে দেওয়ার জন্য আবেদন করলেও, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে এ নিয়ে কোনও আবেদন করা হয়নি ৷
ওই প্রেস বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’র (European Medicines Agency) তরফে বলা হয়েছে, ‘‘কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডকে ইউরোপিয়ান ইউনিয়নে ব্যবহারের মূল্যায়নের জন্য, প্রস্তুতকারক সংস্থাকে ইএমএ (EMA)-র কাছে ফরমাল মার্কেটিং অথারাউজেশন অ্যাপলিকেশন জমা করতে হবে ৷ আজ আজকের দিন পর্যন্ত সংস্থার কাছে আসেনি ৷’’ সেই সঙ্গে এও জানানো হয়েছে, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি পাইজার এনবায়োটেকের কোমিরন্যাটি, মডার্নার স্পাইকভ্যাকস, অ্যাসট্রাজেনেকার ভ্যাকজেভ্রিয়া এবং জনসন অ্যান্ড জনসনের জ্যানসসেন-কে করোনার ভ্য়াকসিন হিসেবে প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড