হায়দরাবাদ, 29 মার্চ : ভারতে ফের করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অন্য়ত্র কোভিড 19-এর ভ্য়াকসিন সরবরাহে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সিরাম ও অ্য়াস্ট্রোজেনেকার তরফে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷
ওই দুটি সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু ভারতে ফের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বাড়ছে তাই বাইরের দেশে ভ্য়াকসিন সরবরাহে রাশ টানা হবে ৷ মার্চের মধ্য়ে যেখানে ভ্য়াকসিন পৌঁছানোর কথা ছিল সেই সব দেশে ভ্য়াকসিন পৌঁছাবে এপ্রিল মাসে ৷ ইতিমধ্য়ে 28 মিলিয়ন কোভ্য়াক্সিন সরবরাহ করা হয়েছে ৷ মার্চের মধ্য়ে আরও 40 মিলিয়ন এবং এপ্রিল মাসে 50 মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে ৷
আরও পড়ুন-তৃতীয় দফায় 26% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিজেপির রয়েছে 61%