পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

V Senthil Balaji: জেলবন্দি মন্ত্রীকে বরখাস্ত রাজভবনের, রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন স্ট্যালিনের - বরখাস্ত করেন রাজ্যপাল আরএন রবি

আবগাড়ি এবং বিদ্যুৎ দফতরের মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বৃহস্পতিবার বরখাস্ত করেন রাজ্যপাল আরএন রবি ৷ যার পালটা রাজভবনের বিরুদ্ধে তোপ দেগেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৷

Etv Bharat
রাজভবনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন

By

Published : Jun 29, 2023, 9:06 PM IST

Updated : Jun 30, 2023, 7:29 AM IST

চেন্নাই, 29 জুন: মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাতের আবহ এবার তামিলনাড়ুতে ৷ সে রাজ্যের বিদ্যুৎ এবং আবগারি দফতরের মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বৃহস্পতিবার বরখাস্ত করেন রাজ্যপাল আরএন রবি ৷ অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে জেলবন্দি সেন্থিলকে বরখাস্ত করার জন্য নির্দেশিকাও দেওয়া হয় চেন্নাই রাজভবন থেকে ৷ তার কয়েক মুহূর্ত পরই পালটা রাজ্যপালের বিরুদ্বে তোপ দাগলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ৷ তিনি সাফ জানিয়েছেন, রাজ্যপালের অধিকার নেই এভাবে কোনও রাজ্যের মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করার ৷ একইসঙ্গে স্ট্যালিন বলেন, "আমরা আইনিভাবে এর মোকাবিলা করব ৷"

রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছেন এই অভিযোগে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত 23 জুন পটনায় অবিজেপি বিরোধাী জোটের বৈঠক শেষে রাজ্যপালদের বিরুদ্ধে কার্যত তোপ দেগেছিলেন মমতা ৷ সেই বৈঠকে হাজির ছিলেন স্ট্যালিনও ৷ তাঁর পাশে বসেই সেবার মমতা অভিযোগ করে জানিয়েছিলেন, বিভিন্ন রাজ্যেই রাজ্যপালদের দিয়ে রীতিমতো সমান্তরাল সরকার চালাচ্ছে কেন্দ্র ৷ কার্যত বাংলার মুখ্যমন্ত্রীর সেই বার্তাই এবার ফলিত হল তামিলনাড়ুর রাজ্যপালের হাত ধরে ৷ রাজভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট হয়ে গিয়েছে, রাজ্যপাল আরএন রবি তাৎক্ষণিক প্রভাবে মন্ত্রী পরিষদ থেকে জেলে থাকা ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করেছেন।

আরও পড়ুন:সিমলা নয়, বিরোধীদের পরবর্তী বৈঠক বেঙ্গালুরুতে: পাওয়ার

এদিন তামিলনাড়ু রাজভবনের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, "রাজ্যের মন্ত্রী ভি সেন্থিল বালাজি চাকরির জন্য নগদ টাকা নেওয়া এবং অর্থ পাচার-সহ দুর্নীতির বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুতর ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন ৷ ইডির হাতে গ্রেফতারও হয়েছেন তিনি ৷ এই পরিস্থিতিতে, রাজ্যপাল তাঁকে অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করেছেন ৷" রাজভবনের তরফে এই বার্তা সামনে আসার পরই কার্যত যুদ্ধংদেহী মনোভাব দেখা গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের মধ্য়ে ৷ রাজ্যপাল আরএন রবি কর্তৃক তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করার বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, "রাজ্যপালের কোনও অধিকার নেই ৷ আমরা আইনানুগভাবে মোকাবিলা করব।"

Last Updated : Jun 30, 2023, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details