মুম্বই, 1 ফেব্রুয়ারি: 2023-24 পূর্ণাঙ্গ বাজেট পেশের শুরুতেই উর্ধ্বমুখী শেয়ার বাজার ৷ এদিন বাজার খুলতেই দালাল স্ট্রিট সেনসেক্স 500 পয়েন্ট বেড়েছিল । বাজেট নিয়ে প্রত্যাশার কারণেই এই বৃদ্ধি বলে মনে করেন ৷ কিন্তু, বাজেট পেশ শুরু হতেই তা বাজারদর বৃদ্ধির পরিমাণ প্রায় 600 পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ এদিন বাজার খোলার পর এখনও পর্যন্ত শেয়ারদর 593 পয়েন্ট বেড়েছে ৷ তবে, পরবর্তী সময়ে তা কিছুটা কমে 535 পয়েন্ট হয় ৷ সকাল সাড়ে দশটা নাগাদ সেনসেক্স বেড়ে 60 হাজারের উপরে পৌঁছে যায় (Sensex Jumps Over 550 Points to Topple 60 Thousand Mark) ৷
আইসিআইসিআই ব্যাংক, টেক মাহিন্দ্রা, এশিয়ান পেন্টস, টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাংক, টাইটান এবং এনটিপিসি-র শেয়ার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷ সেনসেক্সের পাশাপাশি নিফটিও 153.15 পয়েন্ট বেড়ে 17 হাজার 815.30 হয়েছে ৷ পাশাপাশি, এশিয়ার বাজারে ভারতীয় সংস্থার শেয়ার দর বেড়েছে ৷ সিওল, টোকিয়ো, সাংহাই এবং হংকংয়ে ভারতীয় সংস্থাগুলি বাজার উর্ধ্বমুখী রয়েছে ৷