পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার প্রভাব শেয়ার বাজারে, এক ধাক্কায় 1300 পয়েন্ট কমল সেনসেক্স

দেশজুড়ে কোভিড সংক্রমণের প্রভাব পড়েছে সেনসেক্সে ৷ সোমবার সকালেই পতন হয়েছে 1300 পয়েন্ট ৷ অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউনের কারণে ৷

কোভিড সংক্রমণের প্রভাব পড়েছে সেনসেক্সে
কোভিড সংক্রমণের প্রভাব পড়েছে সেনসেক্সে

By

Published : Apr 19, 2021, 1:43 PM IST

Updated : Apr 19, 2021, 1:53 PM IST

মুম্বই, 19 এপ্রিল : শেয়ার বাজার খোলার পরই সোমবার সেনসেক্সে বড় পতন ৷ এক ধাক্কায় 1300 পয়েন্ট কম সেনসেক্স ৷ দেশজুড়ে বাড়তে থাকা কোভিড-19 সংক্রমণের ভয়ে নতুন করে বিনিয়োগ করতে চাইছে না কেউ ৷

30টি শেয়ারের বিএসই সূচক 1,318.21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 47,513.82 ৷ একই ভাবে এনএসই নিফটি 394.90 পয়েন্ট কমে হয়েছে 14,222.95 ৷ 5 শতাংশ নেমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাজাজ অটো, তার পর ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই, বাজাজ ফিনান্স আর অ্যাক্সিস ব্যাঙ্ক ৷

গতকাল শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল 48,832.03 ৷ বেড়েছিল 28.35 পয়েন্ট ৷ আর নিফটি বেড়েছিল 36.04 পয়েন্ট ৷ গতকাল শেয়ার বাজার বন্ধের সময় নিফটির সূচক ছিল 14,617.8 ৷

শুক্রবারের অস্থায়ী ডেটা অনুযায়ী, পুঁজির বাজারে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলিই মূল ক্রেতা ছিল ৷ তারা মোট 437.51 কোটি টাকার শেয়ার কিনেছিল ওই দিনে ৷

জিওজিস্ট ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমারের কথায়, "ভারতে স্বাস্থ্য সমস্যা চলছেই ৷ আর তার সঙ্গে আঞ্চলিক লকডাউন, কেনাবেচার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ ৷ এটা মার্কেটের জন্য আশঙ্কাজনক ৷"

করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে 11 শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল৷ আর 2021-22-এর আর্থিক বছরে 30 শতাংশেরও বেশি আয় বৃদ্ধি, এমনই পরিকল্পনা ছিল ৷ যেটা পূরণ করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা বলছেন ৷ কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে ৷ উল্টো দিকে কমছে সুস্থ হওয়ার হার ৷ শেয়ার মার্কেট পতনে এটা গুরুত্বপূর্ণ কারণ ৷

আরও পড়ুন: কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,29,329 ৷ তবে করোনার প্রভাব শেয়ার বাজারে পুরোপুরি পড়বে না বলে আশাবাদী ভি কে বিজয়কুমার ৷ বলেন, "এই ভয়াবহ অবস্থা পুরোপুরি প্রভাবিত করছে না মার্কেটকে ৷ কারণ বিশ্বজুড়ে কিছু সদর্থক আভাস রয়েছে ৷ বিশেষত আমেরিকা আর চিনের সম্ভাবনা যথেষ্ট ভালো ৷" এশিয়ার সাংহাই, হংকং, সিওল আর টোকিও-র অবস্থাও ভালোর দিকে ৷

Last Updated : Apr 19, 2021, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details