নয়াদিল্লি, 27 জুলাই :পেগাসাস বিতর্কে (Pegasus Spyware) এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দেশের দুই প্রবীণ সাংবাদিক ৷ গোটা ঘটনায় স্বতন্ত্র তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা ৷ সাংবাদিক এন রাম (N Ram) এবং শশী কুমারের (Sashi Kumar) দাবি, আদালতের কোনও বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এই তদন্ত করানো হোক ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে ৷ একইসঙ্গে মামলাকারীদের আবেদন, আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়ে জানাতে বলুক, সরকার বা সরকারি কোনও সংস্থার কাছে পেগাসাসের লাইসেন্স রয়েছে কি না ৷ থাকলে সেই লাইসেন্স ব্যবহার করে কোনও ব্যক্তির উপর নজরদারি চালানো হয়েছে কিনা ৷
আরও পড়ুন :Pegasus Spyware : ইজ়রায়েলি সংস্থার ভারতীয় গ্রাহক কে ? টুইটে খোঁচা চিদম্বরমের
মামলাকারীরা তাঁদের আবেদনপত্রে আদালতকে জানিয়েছেন, আন্তর্জাতিকস্তরে একাধিক সংবাদমাধ্যম পেগাসাস নিয়ে তদন্ত করেছে ৷ তাতে দেখা যাচ্ছে, ভারতের অন্তত 142 জন নাগরিকের ফোনে আড়ি পাতা হয়েছে ৷ সেই তালিকায় অন্যদের পাশাপাশি সাংবাদিকরাও রয়েছেন ৷ এরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবহৃত মোবাইলগুলির ফরেনসিক পরীক্ষা করানো হয় ৷ সেই পরীক্ষা করে অ্য়ামনেস্ট্রি ইন্টারন্যাশনালের সিকিউরিট ল্যাব ৷ তাতে জানা যায়, সংশ্লিষ্ট মোবাইল ফোনগুলিতে কোনও না কোনও সময়ে হানা দিয়েছিল ইজ়রায়েলি স্পাই সফটওয়্য়ার পেগাসাস ৷